মাত্র ৫৩ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ, ২২০ রানে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার
ডারবান টেস্টের শেষ দিনে কেশভ মহারাজ ও সাইমন হার্মারের স্পিনের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ দল। মাত্র ৫৫ মিনিটেই শেষ বাংলাদেশের ইনিংস। ন্যূনতম লড়াইটুকুও করতে পারল না বাংলাদেশ। ম্যাচ এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই কেউই দেখাতে পারলেন না। তাতে পঞ্চম ও শেষ দিনে স্রেফ ৫৫ মিনিটেই গুটিয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল বাংলাদেশ। দিনের একেবারে শুরু থেকে ব্যাটসম্যানদের আসা-যাওযায় ৫৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। মুমিনুল হকের দল প্রথম টেস্ট হারে ২২০ রানে।
দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯ ওভার ব্যাট করে বাংলাদেশ। দুই স্পিনার ছাড়া দক্ষিণ আফ্রিকার আর কোনও বোলারকে বল করতে হয়নি। কেশব ৩২ রান দিয়ে ৭ উইকেট নেন। হার্মারের ঝুলিতে যায় ৩ উইকেট। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ইনিংসে ৪৩ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। সেটাই তাদের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন রান।
কেশব মহারাজের বাঁহাতি স্পিনের সামনে বাংলাদেশ আজ তছনছ হয়ে যায়। ২৭৪ রানের লক্ষ্যে নামা বাংলাদেশ গতকাল বিকেলে ১১ রান তুলতে ৩ উইকেট হারিয়েছিল। তবু জয়ের একটা ক্ষীণ আশার কথা জানানো হয়েছিল দলের পক্ষ থেকে।কিন্তু এদিন মহারাজ হয়ে উঠলেন বাইশ গজের রাজাধিরাজ। মহারাজ ও সাইমন হারমারের সামনে এক ঘণ্টাও টিকতে পারেনি বাংলাদেশ দল। পঞ্চম দিন ১৩ ওভারেই সব শেষ। পুরো ইনিংস হিসাব করলে ১৯ ওভার। বাংলাদেশ অলআউট হয় মাত্র ৫৩ রানে।
For all the latest Sports News Click Here