মাত্র ৪৭ বলে সেঞ্চুরি, The Hundred-এ সব থেকে বেশি রানের রেকর্ড গড়লেন জ্যাকস
মাত্র ক’দিন আগেই দ্য হান্ড্রেডের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করার নজির গড়েন উইল স্মিড। এবার তাঁকে টপকে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়লেন উইল জ্যাকস। ২৩ বছর বয়সী ব্রিটিশ তারকা আক্ষরিক অর্থেই একার হাতে ম্যাচ জেতালেন ওভাল ইনভিন্সিবলসকে।
রবিবার দ্য ওভালে দ্য হান্ড্রেডের ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামে ইনভিন্সিবলস ও সাদার্ন ব্রেভ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ব্রেভ। তারা নির্ধারিত ১০০ বলে ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তোলে।
কুইন্টন ডি’কক ৮, জেমস ভিন্স ১৫, অ্যালেক্স ডেভিস ৪, মার্কাস স্টইনিস ৩৭, টিম ডেভিড ২২, রস হোয়াইটলি ১৮ ও জেমস ফুলার অপরাজিত ১১ রান করেন। ২৪ রানে ৩টি উইকেট নেন রীস টপলি। ১টি করে উইকেট দখল করেন স্যাম কারান ও মহম্মদ হাসনাইন।
আরও পড়ুন:- পাক বোলারের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগ স্টোইনিসের, শাস্তি পেতে পারেন অজি তারকাই
জবাবে ব্যাট করতে নেমে ওভাল ৮২ বলে ৩ উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলে ম্যাচ জিতে যায়। ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস। তিনি ২৭ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান। তিন অঙ্কে পৌঁছন ৪৭ বলে।
দ্য হান্ড্রেডের ইতিহাসে জ্যাকসের ১০৮ রানের ইনিংসটিই এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। তিনি টপকে যান উইল স্মিডের ১০১ রানের ইনিংসকে।
আরও পড়ুন:- The Hundred: ২৫ বলে ১০টি বাউন্ডারি মারলেন স্মৃতি মন্ধনা, রান পেলেন না জেমিমা
উল্লেখযোগ্য বিষয় হল, ওভালের হয়ে এই ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান স্যাম কারানের। তিনি ব্যক্তিগত ১১ রানে অপরাজিত থাকেন। ১০ রান করেন রিলি রসউ। ১টি করে উইকেট নেন জর্জ গার্টন ও জেমস ফুলার। ১৮ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে ওভাল। সঙ্গত কারণেই ম্যাচের সেরার পুরস্কার জেতেন উইল জ্যাকস।
এই ম্যাচেই পাক পেসার মহম্মদ হাসনাইনের বিরুদ্ধে বল ছোঁড়ার (চাকিংয়ের) অভিযোগ আনেন মার্কাস স্টইনিস, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
For all the latest Sports News Click Here