মাত্র ২৮ বছরেই থামল সুর, মাকড়সার কামড়ে মৃত গায়ক
মাকড়সার কামড়ে মৃত্যু হল এক গায়কের। ব্রাজিলিয়ান গায়ক ডেলান মারাইসের মুখে একটি মাকড়সা কামড়ে দেয় গত ৩১ অক্টোবর। সেদিন থেকে ভীষণ ক্লান্ত বোধ করতে থাকেন তিনি। এমনকি পাল্টে যেতে থাকে ক্ষতর জায়গার রংটাও। এমনটাই তাঁর স্ত্রী সেখানকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
কী হয়েছিল ডেলান মারাইসের?
মাকড়সার কামড়ের পর থেকেই নানা রকম লক্ষণ দেখা দিতে শুরু করে তাঁর দেহে। বাদ যায় না অ্যালার্জিক রিঅ্যাকশন। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় তড়িঘড়ি করে। সাময়িক ভাবে চিকিৎসা করে গত শুক্রবার ছেড়ে দেওয়া হয় এই গায়ককে। কিন্তু বিপদ এড়ানো গেল না। এত রকমের জটিলতা দেখা দিতে শুরু করল যে গত সোমবার, ৬ নভেম্বর থেকে চলে গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৮ বছর।
আরও পড়ুন: ৯ বছর পর আবারও শাহরুখের হাত ধরলেন ফারাহ? রোহিতের সঙ্গে জুটি নিয়ে জল্পনা
আরও পড়ুন: শুভেচ্ছা জানাতে অস্বীকার, তবুও মহম্মদ শামি দীর্ঘদিন দলে থাকুন কেন চান তাঁর প্রাক্তন স্ত্রী?
এই ব্রাজিলিয়ান গায়কের মৃত্যুর পর একই রকম বিপদের মুখোমুখি হয়েছেন তাঁর সৎ মেয়ে। ১৮ বছরের সেই যুবতীকে বর্তমানে হাসপাতালে ভর্তি করানো হয়েছে মাকড়সা কামড়ানোর পর। আপাতত তিনি স্থিতিশীল আছেন বলেই জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।
ডেলান মারাইসের কেরিয়ার
মাত্র ১৫ বছর বয়সেই এই ব্রাজিলিয়ান গায়ক তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। তিনি মূলত ট্র্যাডিশনাল ব্রাজিলিয়ান সাউন্ডের উপরেই কাজ করতেন। জাবুম্বা, অ্যাকর্ডিয়ন, মেটাল ট্রায়াঙ্গেল, ইত্যাদি ব্যবহার করেই গান বাঁধতেন। তিনি এমন একটি মিউজিক ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন যেখানে কেবল তাঁরা তিনজন মিউজিশিয়ান ছিলেন।
ডেলান মারাইসের তুতো বোন ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জি ওয়ানকে জানিয়েছেন, ‘ও সবসময় ওর বন্ধুবান্ধবদের সঙ্গেই থাকত। ও ভীষণ আনন্দ করে বাঁচত। হাসিখুশি থাকত। খুব বড় মনের মানুষ ছিল ও। সবাইকে সবসময় সাহায্য করত।’
গায়কের মৃত্যুর পর তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানানো হয়, ‘ডেলান মারাইসের পরিবারের তরফে সকলকে ধন্যবাদ জানানো হচ্ছে এই কঠিন সময় পাশে থাকার জন্য। আমরা আপনাদের থেকে এত ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ।’
For all the latest entertainment News Click Here