মাত্র ২৫ বছরে থামল K-Pop তারকার জীবন, ঘরে মৃত অবস্থায় মিলল মুনবিনকে
মাত্র ২৫ বছর বয়সেই থেমে গেল কে পপ তারকা তথা ASTRO -এর সদস্য মুনবিন (Moonbin)- এর জীবন। এই কে পপ তারকা মৃতদেহ তাঁর বাড়ি থেকেই উদ্ধার করা হয়। কোরিয়াবু রিপোর্ট অনুযায়ী সিওলের গ্যাংনাম গুর ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় ১৯ এপ্রিল। ইয়নহ্যাপ নিউজ টিভির একটি রিপোর্টে জানানো হয়েছে পুলিশ সন্দেহ করছেন যে এই পপ তারকা নিজেই নিজের প্রাণ কেড়ে নিয়েছেন। মৃত্যুর কারণ জানতে তাঁরা হয়তো ময়নাতদন্তে পাঠাতে পারেন মুনবিনের দেহকে।
আঞ্চলিক সময় অনুযায়ী ১৯ এপ্রিল রাত ৮.১০ -এ মুনবিনকে তাঁর ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা। তাঁর ম্যানেজার বিষয়টা জানার পর তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। মুনবিনের সংস্থা ফ্যান্টাজিওর তরফে বিবৃতি জানানো হয়েছে তাঁর মৃত্যুর বিষয়ে। সেখানে বলা হয়েছে, ‘আমরা ফ্যান্টাজিও, সবার আগে ক্ষমা চেয়ে এই দুঃসংবাদ জানাচ্ছি। ১৯ এপ্রিল ASTRO -এর সদস্য মুনবিন আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি এখন আকাশের তারা হয়ে গিয়েছেন। আমরা বহুদিন একসঙ্গে ছিলাম। তাঁর এই আকস্মিক প্রয়াণে আমরা গভীর ভাবে শোকপ্রকাশ করছি।’
ASTRO ইউনিটের সঙ্গে হাত মিলিয়ে ফিরে এসেছিলেন এই উঠতি কে পপ (K-Pop) তারকা। সানহার সঙ্গে মিলে তাঁদের একটা ট্যুরের পরিকল্পনা ছিল। আপাতত সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলেই উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।
কেন তাঁর মৃত্যু হয়েছে, কোন কারণ সেসব বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি একাধারে যেমন গায়ক ছিলেন তেমনই অভিনয় করতেন, নাচ করতে এবং মডেলিংও করতেন। খুব শীঘ্রই সমস্ত পুলিশি নিয়ম সারার পর পরিবার, নিকট বন্ধুজ আত্মীয়দের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে।
ASTRO এর প্রসঙ্গে
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ৬ জন সদস্যকে নিয়ে এই ব্যান্ড শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয় এই ব্যান্ডের সদস্য রকি গ্রুপ ছেড়ে বেরিয়ে যেতে চলেছেন কারণ তাঁর চুক্তি শেষ হয়ে যাচ্ছে কোম্পানির সঙ্গে।
For all the latest entertainment News Click Here