মাত্র ১১০ টাকায় দেখতে পারবেন শাহরুখের ‘পাঠান’, দেখে নিন কী করতে হবে আপনাকে
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় পাঠান মুক্তি পায় ২৫ জানুয়ারি। সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে ছবিখানা। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহাম। যশ রাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছে ছবিখানা। বিশ্বব্যাপী ৮ হাজার স্ক্রিন জুড়ে মুক্তি পাওয়া পাঠান ব্যবসার দিন থেকে ৯০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। ভারতের বাজারে আয় ৫০০ কোটি।
রিপোর্ট অনুসারে, পাঠান সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির মধ্যে অন্যতম হয়ে উঠতে চলেছে। আর এই সাফল্য উদযাপন করতেই ঠিক করা হয়েছে বিশেষ উপহার দেওয়া হবে আমজনতাদের। উদযাপন করা হবে ‘পাঠান’ দিবস। যা হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি শুক্রবার। PVR, Inox, Cinepolis, Miraj, Movietime-এর মতো সিনেমা হলে পাঠানের টিকিটের দাম থাকবে মাত্র ১১০ টাকা।
বৃহস্পতিবার ‘যশ রাজ ফিল্মস’-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই মর্মে একটি ঘোষণা করা হয়েছে। পাঠানের একটি পোস্টারের উপর বড় বড় করে লেখা ‘এই শুক্রবার পাঠান দিবস’। সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পাঠান দিবস আসছে। দেশজুড়ে ইতিমধ্যেই ছবিটা ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে। এই শুক্রবার আমাদের সঙ্গে এসে তা উদযাপন করুন। গোটা ভারতজুড়ে মাত্র ১১০ টাকায় বুক করুন আপনার টিকিট। যে কোনও পিভিআর, আইনক্স, সিনেপলিস-সহ সব সিনেমাহলে দেখতে পারবেন ছবিটা।’
প্রসঙ্গত, চার বছরের বেশি সময় পর বক্স অফিসে ফিরেছেন শাহরুখ খান। ২০১৮ সালে তাঁর ‘জিরো’ একেবারে মুখ থুবরে পড়েছিল বক্স অফিসে। সেই সময় ছোট একটা ব্রেক নেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেন কিং খান। পাঠান আসার পর এক সাক্ষাৎকারে এই সম্পর্কে শাহরুখকে বলতে শোনা গিয়েছে, ‘আমি ওই সময় ভেবে নিয়েছিলাম আমাকে একটা বিকল্প পেশা বেছে নিতে হবে। দর্শক আমাকে হয়তো পরদায় যেতে চায় না। আমি ঠিক করি রেস্তোরাঁ খুলব। এমনকী ইতালিয়ান খাবার রান্না করাও শিখে নিয়েছিলাম। কোথাও গিয়ে আমরা সবাই আসলে এক।’
পাঠানের পর চলতি বছরে আরও দুটো সিনেমা আসার কথা আছে শাহরুখ খানের। প্রথমে আসবে আটলির পরিচালনায় ও শাহরুখের হোম প্রোডাকশনে ‘জাওয়ান’। আর বছরশেষে মুক্তি পাবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’। সঙ্গে সলমন খানের টাইগার থ্রি-তে শাহরুখ খানের কেমিও করারও কথা রয়েছে।
For all the latest entertainment News Click Here