মাতৃহারা আদিত্য-উদয়! মারা গেলেন রানির শাশুড়ি, যশ চোপড়া-পত্নী পামেলা
মাতৃহারা হলেন পরিচালক আদিত্য চোপড়া ও অভিনেতা উদয় চোপড়া। বৃহস্পতিবার ২০ এপ্রিল মুম্বইতে শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫। ডাঃ প্রহ্লাদ প্রভুদেসাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তিনি আজ মারা গেছেন। তিনি ১৫ দিন ধরে লীলাবতী হাসপাতালে ভেন্টিলেটরে ছিলেন। তাঁর নিউমোনিয়া হয়েছিল।’
পামেলা তাঁর প্রয়াত স্বামীকে জীবদ্দশায় নানাভাবে সাহায্য করে গিয়েছিলেন। একাধিক সিনেমায় কখনো লেখক হিসেবে, কখনো পোশাক ডিজাইনার হিসেবে বা কখনো গায়িকা হিসেবে তাঁর নাম দেখা গিয়েছে সিনেমার টাইটেল কার্ডে। তাঁর গাওয়া বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম চাঁদনীর ‘ম্যায় সসুরাল নাহি জাউঙ্গি’ এবং দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র ‘ঘর আজা পরদেশি’, যেখানে তিনি মনপ্রীত কৌরের সঙ্গে কৃতিত্ব ভাগ করে নেন।
যশ চোপড়ার ১৯৭৬ সালের সিনেমা ‘কাভি কাভি’-র গল্পটিও লিখেছিলেন পামেলাই। ১৯৮১ সালের সিনেমা ‘সিলসিলা’র ডিজাইনার ছিলেন তিনি। যশ চোপড়া তাঁর দেওয়া একাধিক সাক্ষাৎকারে ‘যশরাজ ফিল্মস’-এর অন্যতম ভিত্তি হিসেবে নাম নিয়েছিলেন স্ত্রী পামেলার। বিয়ের পর থেকেই স্বামীর কাঁধে কাংধ মিলিয়ে কাজ করে গিয়েছেন ভারতীয় সিনেমা জগতে।
পিটিআই-এর সঙ্গে কথা প্রসঙ্গে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রানি মুখোপাধ্যায়কে শাশুড়ি সম্পর্কে বলতে শোনা গিয়েছিল, ‘‘আমি সত্যিই বিশ্বাস করি যে প্যাম আন্টির (পামেলা চোপড়া)-র প্রভাবেই সিনেমায় মেয়েদের এত সুন্দরভাবে উপস্থাপন করতেন তিনি। তিনি কীভাবে তাঁর নায়িকাদের এত সুন্দর করে পর্দায় উপস্থাপন করতেন, তা আমাকে বিষ্মিত করত। এবং গোপনে সর্বদা ‘যশ চোপড়ার নায়িকা’ হতে চেয়েছিলাম।’’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here