মাতৃশোকে কাতর পঞ্চমীর নায়ক, পোস্ট করে রাজদীপ লিখলেন ‘আমার রাত অন্ধকারে ঢাকল’
এপ্রিল মাসের শেষ দিকে মাকে হারিয়েছেন রাজদীপ গুপ্ত। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন তিনি। এই মারণ রোগের কারণেই মাকে হারান ‘পঞ্চমী’র অভিনেতা। মায়ের মৃত্যুর পর একটি পোস্ট করে নিজেই সেই কথা জানান। মায়ের চলে যাওয়ার পর কাজে মন দিয়েছেন তিনি। কিন্তু তবুও মন কি আর মানে? রবিবারের অলস সময়ে মায়ের স্মৃতি নিয়েই কাটালেন তিনি।
রবিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে তোলা শেষ ছবিটি আরও একবার পোস্ট করেন রাজদীপ। মন খারাপি একটি ক্যাপশনও লেখেন তিনি এই পোস্টে। এদিন তিনি লেখেন, ‘আমি তোমায় আলো দিয়ে ভরিয়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু আমার রাতগুলো যখন অন্ধকারে ঢেকে গেল তখন তুমি তারাদের দেশের বাসিন্দা হয়ে গেলে। আমার কাছে রেখে গেলে নিকষ অন্ধকার আর একরাশ ছায়া।’
অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি তাঁর মায়ের পাশে দাঁড়িয়ে আছেন। তাঁর মা চশমা আর ঘরের পোশাক পরেই তাঁর পাশে দাঁড়িয়ে আছেন। মায়ের পাশে হলদে টিশার্ট পরে দাঁড়িয়ে রাজদীপ। অভিনেতার এই ছবিটি পোস্ট করার পর অনেকেই তাঁকে সমবেদনা জানিয়েছেন।
অভিনেত্রী স্বস্তিকা দত্ত লেখেন, ‘উনি তোমার সঙ্গেই আছেন, সবসময়।’ আরেক ব্যক্তি লেখেন, ‘তোমার সাথে সবসময় উনি আছেন ,ওঁর আশীর্বাদ সব সময় ছায়ার মতো তোমার সঙ্গে আছে ।’
প্রসঙ্গত রাজদীপের মা স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর সার্জারি হয়। চলছিল চিকিৎসাও। এমনকি তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। কিন্তু আচমকাই তাঁর চলে যাওয়ায় ভেঙে পড়েন অভিনেতা। অভিনেতা মায়ের সঙ্গে কাটানো শেষ দিনগুলোর মুহূর্তের কোলাজ বানিয়ে ভিডিয়ো করে পোস্ট করেন। সেখানে দেখা যায় তাঁর মায়ের জন্মদিনের দিন কেক এনে কীভাবে তাঁকে খাইয়ে দিচ্ছেন। কীভাবে আনন্দে, মজায় কাটিয়েছিলেন সেই দিনটা। প্রসঙ্গত এই দিনের কিছু দিন আগেই তিনি প্রথম কেমো নিয়েছিলেন। সঙ্গে তাঁর ছোটবেলার একটি ছবিও শেয়ার করেন অভিনেতা। মায়ের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই যেন এখন স্মৃতি। আর তাতেই ডুবে আছেন তিনি। রাজদীপ তাঁর মায়ের সঙ্গে এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘মায়ের সঙ্গে তোলা শেষ ভিডিয়ো।’
For all the latest entertainment News Click Here