মাতৃভাষা দিবসে রূপমকে বিশেষ সম্মান সেন্ট জেভিয়ার্স কলেজের, আপ্লুত গায়ক
বাংলা নিয়ে অনেকেই অনেক রকম কাজ করে চলেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন রূপম ইসলাম। বাংলায় সাহিত্য চর্চা হোক, বা গান লেখা সবেতেই তিনি তাঁর নজির রেখেছেন। করে গিয়েছেন নানা কাজ। বাংলা ভাষার উপর আঘাত এলে তিনি সবার আগে এগিয়ে আসেন। গান বাঁধেন। বাঙালি হিসেবে গর্ববোধ করেন। এবার তাঁকে তাঁর সেই কাজের জন্য স্বীকৃতি দিল সেন্ট জেভিয়ার্স কলেজ। সম্মানিত করা হল তাঁকে।
সেন্ট জেভিয়ার্স কলেজের তরফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এদিন একটি শোভাযাত্রার আয়োজন করা হয় সকালে। এবং সঙ্গে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানেই সম্মান জানানো হয় বাংলার রকস্টার রূপমকে।
২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানে তাঁকে স্মারক, পুষ্প স্তবক, দিয়ে সম্মান জানানো হয় এই কলেজের তরফে। তিনি এই অনুষ্ঠানের বেশ কিছু ছবি পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি লেখেন, ‘এতদিন ধরে বাংলা ভাষায় এত রকমের বিচিত্র সাংস্কৃতিক কাজ করে আসছি। এই প্রথম কেউ ভাবলেন, বাঙালি হিসেবেও আমায় সম্মানিত করা যায়, আমি সেই সম্মানের যোগ্য। সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষের এই অভিনব ভাবনার জন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ রইলাম।’
রূপমের লেখা লিরিক্সের সঙ্গে সকলেই পরিচিত। ভালোবাসা হোক বা বেদনা, প্রতিবাদ হোক বা উদযাপন সবই তাঁর গানের কথায় পাওয়া যায়। শুধু তাই নয়, তিনি বাংলা ভাষাকে নিয়েও গান লিখেছেন।
‘বন্দিনী বাংলা ভাষা’ গানটিতে তিনি এই ভাষাকে উদযাপন করা নিয়ে, তাঁকে ভালোবাসা নিয়ে তাঁর মতামত ব্যক্ত করেছেন বহু আগেই। যদিও সেই গানের সঙ্গে অনেকেই পরিচিত নন। হয়তো বা পরিচিত। তবে কেবল গান নয়। তিনি একই সঙ্গে সাহিত্য চর্চাও করে চলেছেন। ইতিমধ্যেই বহু বই প্রকাশ হয়েছে তাঁর। আর সেই সমস্ত কাজের জন্য সম্মান পেলেন এদিন তিনি।
কিছুদিন আগে অরিজিৎ সিংয়ের কনসার্ট ছিল অ্যাকোয়াটিকায়। সেখানে উপস্থিত ছিলেন রূপমও। আর সেই সন্ধ্যাতেই বাংলার এই দুই গায়কের যুগলবন্দিতে জমে উঠেছিল অনুষ্ঠান। উপস্থিত সকলে তো বটেই সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছিল সেই ভিডিয়ো, পোস্টে। অরিজিৎ একটার পর একটা ফসিলসের গান গেয়ে চলেন। কখনও তাঁর সঙ্গত দেন রূপম নিজেই। সেই মুহূর্তগুলোই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই রেশ কাটতে না কাটতেই ভক্তদের সঙ্গে নিজের এই বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন রকস্টার।
বর্তমানে রূপম ইসলামকে স্টার জলসার সুপার সিঙ্গার সিজন ৪ এর বিচারকের আসনে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে আছেন শান এবং মোনালি ঠাকুর। এই রিয়েলিটি শো প্রতি শনি রবিবার রাত ৯.৩০ থেকে সম্প্রচারিত হয়।
For all the latest entertainment News Click Here