মাতৃবিয়োগের পরেও দায়িত্বে অবিচল, পন্তের পরিবারকে ফোন মোদীর
সড়ক দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঋষভ পন্তের মাকে ফোন করে তাঁর অবস্থা জানতে চাইলেন। শুক্রবার ভোররাতে দিল্লি-দেরাদুন হাইওয়েতে একটি ডিভাইডারে আঘাত করার পর ঋষভ পন্তের বিলাসবহুল গাড়িটি উল্টে যায় এবং পরে গাড়িটিতে আগুন ধরে যায়, এবং সেখানে ঋষভ পন্ত অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। ২৫ বছর বয়সী পন্তের মাথায়, পিঠে এবং পায়ে আঘাত লেগেছে, তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন… আমি ক্রিকেট দেখি না, তাই জানতাম না তিনি কে? পন্তকে উদ্ধার করা বাস চালকের উত্তরে অবাক সকলে
এরপরে ক্রিকেটার ঋষভ পন্তের মায়ের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনালাপের সময় প্রধানমন্ত্রী পন্তের স্বাস্থ্যের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী এর আগে পন্ত সম্পর্কে একটি টুইট করেছিলেন যাতে তিনি ভারতীয় ক্রিকেটারের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন। মোদী এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘তারকা ক্রিকেটার ঋষভ পন্তের ঘটনায় আমি মর্মাহত। তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।’
আরও পড়ুন… ভাইরাল ভিডিয়ো: গাড়ি সাবধানে চালাবেন- তিন বছর আগে পন্তকে এমনই পরামর্শ দিয়েছিলেন ধাওয়ান
তবে ঋষভ পন্তকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট ক্রমশ ভাইরাল হয়েছে। ক্রিকেট অনুরাগীরা ক্রমাগত প্রধানমন্ত্রী মোদীর টুইটে মন্তব্য করে ঋষভ পন্তের দ্রুত আরোগ্য কামনা করছেন। উল্লেখযোগ্যভাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাও আজ মারা গিয়েছেন। এমন কঠিন সময়ে, প্রধানমন্ত্রী মোদীও তাঁর প্রোগ্রামগুলিতে উপস্থিত ছিলেন এবং ক্রিকেটার ঋষভ পন্তের মাকে ফোন করেছিলেন তাঁর অবস্থা সম্পর্কে জানতে।
বিসিসিআই-এর তরফ থেকে একটি টুইট করে বলা হয়েছে, ‘ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি ঋষভ পন্তের পরিবারকে ফোন করেছেন এবং আজ সকালে তার গাড়ি দুর্ঘটনার পরে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। তাঁর এই ব্যবহারে এবং তাঁর প্রশান্তিদায়ক আশ্বাসের জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’
শুক্রবার ভোরে দুর্ঘটনার শিকার হন ঋষভ পন্ত। এই দুর্ঘটনার পর ঋষভ পন্তের গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয় ড্রাইভার সুশীল কুমার, যিনি ঋষভ পন্তকে সাহায্য করেছিলেন, বলেছিলেন যে গাড়িটি দুর্ঘটনার শিকার হলে তিনি সাহায্যের জন্য সেখানে ছুটে যান। সেই সময়ে হরিদ্বার থেকে হরিয়ানার দিকে যাচ্ছিলেন সুশীল কুমার। একই সময়ে তিনি দেখলেন যে গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যায়। এরপর তিনি ঋষভ পন্তকে গাড়ি থেকে নামতে সাহায্য করেন।
For all the latest Sports News Click Here