মাঠে যেতে চাননি আমরে, জোর করে পাঠান পন্ত, ক্যাপ্টেনের দোষে নির্বাসিত কোচ: ভিডিয়ো
দিল্লি শিবিরের বাকিদের মতোই সহকারী কোচ প্রবীণ আমরেও নো বলের দাবিতে সোচ্চার ছিলেন। তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হওয়ার জন্য ফিল্ড আম্পায়ারের কাছে অনুরোধও করেন তিনি। তবে ম্যাচের মাঝে মাঠে নামতে চাননি আমরে। ক্যাপ্টেন ঋষভ পন্ত জোর করে ঠেলে তাঁকে মাঠে নামিয়ে দেন। যার ফল ভুগতে হয় দিল্লির সহকারী কোচকে।
দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের শেষ ওভারে আম্পায়ারের নো বল না দেওয়াকে কেন্দ্র করে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তার জন্য তিনজনকে কাঠগড়ায় তোলে বিসিসিআই। প্রথমজন দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত, যিনি শুরু থেকেই চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক জোড়েন। এমনকি ব্যাটসম্যানদের মাঠ ছাড়ার নির্দেশও দেন। বিসিসিআই শাস্তি হিসেবে পন্তের ম্যাচ ফি-র একশো শতাংশ জরিমানা করে।
আরও পড়ুন:- IPL 2022: আম্পায়ারের অবমাননা করে কঠিন শাস্তি পেলেন ঋষভ, রেহাই পেলেন না শার্দুল, আমরেও
দ্বিতীয় জন হলেন শার্দুল ঠাকুর। পন্তের মতোই শার্দুলকেও ডাগ-আউটে আগ্রাসী দেখায়। ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে তর্ক করা ছাড়াও ব্যাটম্যানদের মাঠ ছাড়ার সংকেত দিতে দেখা যায় শার্দুলকেও। বিসিসিআই তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করে।
তবে সব থেকে বড় শাস্তি হয় প্রবীণ আমরের। রিকি পন্টিংয়ের অনুপস্থিতিতে দিল্লির ডাগ-আউট সামলাচ্ছিলেন আমরে। তাঁকে উত্তেজিত দেখায় ঘটনার সময়। তবে তিনি নিজের ইচ্ছায় মাঠে ঢোকেননি। ক্যাপ্টেন ঋষভ পন্ত তাঁকে জোর করে ঠেলে মাঠে পাঠিয়ে দেন। আমরের ম্যাচ ফি-র একশো শতাংশ জরিমানা করা ছাড়াও বিসিসিআই দিল্লিক সহকারী কোচকে ১ ম্যাচের জন্য নির্বাসিত করে।
আরও পড়ুন:- DC vs RR: নো বল বিতর্কের শুরু থেকে শেষ, ঠিক কী ঘটেছিল শেষ ওভারে, দেখুন সম্পূর্ণ ভিডিয়ো
এক্ষত্রে আমরে মাঠে না ঢুকলে হয়ত জরিমানা দিয়েই নিস্তার পেতে পারতেন। পন্তের জন্যই তাঁকে শেষমেশ নির্বাসিত হতে হয়।
For all the latest Sports News Click Here