মাঠে বসে IPL 2022-এর ফাইনাল দেখেছেন ১,০১,৫৬৬ জন- নাম উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে
খেলা দেখিয়েই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন পালক যুক্ত হল বিসিসিআই-এর মুকুটে। ব্যাপারটা কী বুঝতে পারছেন না তো?
আসলে একটি টি-টোয়েন্টি ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিল প্রায় ১,০১,৫৬৬ জন দর্শক। আর তাতেই বাজিমাত বিসিসিআই-এর। এ বারের আইপিএলের ফাইনালে এমন ঘটনাই ঘটেছিল। গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের মধ্যে আইপিএল ফাইনাল দেখতে স্টেডিয়ামে সবচেয়ে বেশি দর্শ উপস্থিত হয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেলল।
আরও পড়ুন: নেতৃত্ব হারানোর ভয় নেই- IND vs NZ ODI শুরুর আগে বিন্দাস জবাব শিখরের
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২৯ মে হয়েছিল এ বারের আইপিএলের ফাইনাল। বিশ্বের সব থেকে বড় ক্রিকেট মাঠে বসে একসঙ্গে খেলা দেখতে পারেন ১ লক্ষ ৩২ হাজার মানুষ। সেই মাঠেই আসর বসেছিল ২০২২ আইপিএল ফাইনালের। সেই টি-টোয়েন্টি ম্যাচে যে দর্শক সংখ্যা ছিল, তা বিশ্বের সব থেকে বেশি বলে জানিয়েছে গিনেস বুক।
আরও পড়ুন: একটিও ম্যাচ না খেলিয়েই বাদ দিয়েছে KKR, দুর্দান্ত শতরানে জবাব দিলেন প্রথম
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে উচ্ছ্বসিত হয়ে একটি টুইট করা হয়েছে। সেখানে লেখা, ‘সব ভারতীয়ের জন্য সুখবর। গিনেস বুকে নাম তুলেছে ভারত। এটা সব সমর্থকের জন্য। তাঁদের আবেগ এবং সমর্থনের কোনও বিকল্প নেই। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েসন এবং আইপিএলকে শুভেচ্ছ।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহও টুইট করেছেন। তিনি আবার লিখেছেন, ‘আমি খুশি এই সম্মান নিতে পেরে। একটি টি-টোয়েন্টি ম্যাচে ১০১,৫৬৬ জন দর্শক এসেছিলেন। ২৯ মে, ২০২২ সালে আইপিএলের ফাইনালে এই ঘটনা ঘটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আমাদের সমর্থকদের ধন্যবাদ এটা সম্ভব করে দেখানোর জন্য।’
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে মেলবোর্নে উপস্থিত ছিলেন ৯০.২৯৩ জন দর্শক। পুরো মাঠ ভরে গিয়েছিল। সেটাই ছিল আয়োজক দেশের ম্যাচ ছাড়াও, দু’টি দেশের ক্রিকেট ম্যাচে সব থেকে বেশি দর্শকের রেকর্ড।
তবে আমেদাবাদের মোতেরা স্টেডিয়াম আরও বড়। মেলবোর্নের থেকেও বেশি দর্শক ধরে গুজরাটের এই স্টেডিয়ামে। যার বর্তমান নাম এখন নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সেই কারণে মেলবোর্ন ভর্তি হলেও মোতেরাকে টপকে যেতে পারেনি। বিশ্বরেকর্ড গড়ে ভারতকে সম্মানিত করেছে মোতেরা।
For all the latest Sports News Click Here