মাঠে ফেল করলেও সমালোচনা হবে কেন! ইনস্টাগ্রামে এসেই ‘জ্ঞান’-র কথা শোনালেন বিরাট
দশ বছর পর ভারতকে আইসিসি ট্রফি জেতানোর সুযোগ ছিল। তাঁকে ঘিরেই যাবতীয় আশা-ভরসা তৈরি হয়েছিল। কিন্তু সেই ভরসার দাম দিতে পারেননি বিরাট কোহলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পঞ্চম দিনের শুরুতেই জঘন্যভাবে আউট হয়ে যান। যা নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরের সমালোচনার মুখে পড়েন। যে ভঙ্গিমায় বিরাট আউট হন, তা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। সেইসঙ্গে বিরাট ব্যক্তিগত মাইলস্টোনের জন্য বাড়তি সচেতন হয়ে পড়েছিলেন বলেও অভিযোগ করেন। সমালোচনা করেছেন আরও অনেকেই। তাতেই যেন চটে গেলেন বিরাট। ফাইনালে লজ্জাজনক হারের কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রাম স্টোরিতে ‘জ্ঞান’-র পোস্ট শেয়ার করলেন। কী কারণে সেই স্টোরি দিয়েছেন, তা নিয়ে বিরাট সরাসরি কিছু না বললেও নেটিজেনদের মতে, আউট হওয়ার ধরন নিয়ে সমালোচনার পালটা দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনয়ক। আর সেই পোস্টে বিরাটের ভাবখানা যেন এমন ছিল যে মাঠে তিনি ব্যর্থ হলেও সমালোচনা করা যাবে না। সমালোচনা করলেই তাঁর গোঁসা হবে।
রবিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের কিছুক্ষণের মধ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে ইঙ্গিতাবাহী পোস্ট করেন বিরাট। তাতে একজনের উক্তি লেখা ছিল। ওই উক্তিতে বলা হয়েছে যে ‘নীরবতাই হল প্রকৃত শক্তির উৎস।’ কী কারণে সেই পোস্ট করেছেন, তা অবশ্য খোলসা করেননি বিরাট। তবে নেটিজেনদের ধারণা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থ হওয়ার জন্য যে সমালোচনা হচ্ছে, তা নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় দলের অধিনায়ক।
আরও পড়ুন: Sachin furious with Ashwin’s exclusion: ‘অশ্বিনকে বাদ দেওয়ার কারণ বুঝলাম না’, দ্রাবিড়দের সিদ্ধান্তে রাগলেন ‘শান্ত’ সচিন
যদি সেটাই হয়, তাহলে বিরাটের পোস্ট নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। কারণ তিনি তো ভারতীয় দলের সিনিয়র খেলোয়াড়। এক দশকের বেশি সময় ধরে এমনভাবে খেলেছেন যে তাঁর উপর ভরসা তৈরি হয়েছে। কিন্তু সেই ভরসা ভেঙে গেলে বা ব্যর্থ হলেও তাহলে কি তাঁর সমালোচনা করা যাবে না? দলকে দায়িত্ব নিয়ে যখন জেতানোর কথা, তখনও ব্যর্থ হলেও তাঁর বিষয়ে কোনও টুঁ শব্দ করা যাবে না? অথচ মঞ্চটা তো তাঁর ছিল। রবিবার যদি ভারতকে জেতাতে পারতেন, তাহলে সম্ভবত ভারতের ইতিহাসে চিরকালের মতো ঠাঁই পেয়ে যেতেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিরাটের অবদান
এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩১ বলে ১৪ রান করেন বিরাট। মিচেল স্টার্কের যে বলে আউট হন, সেটা দারুণ ছিল। তবে বিরাটের যে ভুল ছিল না, সেটা একেবারেই হয় না। আর দ্বিতীয় ইনিংসে তো শিশুসুলভ ভুলে আউট হন। সেই অফস্টাম্পের বাইরের লাইন; সেই বল ভিতরে ঢুকবে নাকি বাইরে যাবে, তা নিয়ে অনিশ্চয়তার শিকার হন বিরাট। ৪৯ রান করেন। কিন্তু অনেকে আশা করেছিলেন, পঞ্চম দিনে জয়ের জন্য যখন ভারতের ২৮০ রান দরকার ছিল, তখন দলকে দায়িত্ব নিয়ে জেতাবেন বিরাট। সেটা তো পারেননি, উলটে বাজেভাবে আউট হন।
আরও পড়ুন: IND vs AUS, WTC Final 2023: একই ওভারে কোহলি, জাদেজাকে ফিরিয়ে বোল্যান্ডই ভারতের স্বপ্নে ছাই ফেলেন- ভিডিয়ো
বিষয়টি নিয়ে বিরাটের সমালোচনা করে গাভাসকর বলেন, ‘বিরাট যেভাবে আউট হয়েছে, সেটা খুবই সাধারণ শট ছিল। অফস্টাম্পের বাইরে বল ছিল। তার আগে পর্যন্ত বাইরের বল ছেড়ে দিচ্ছিল বিরাট। অর্ধশতরান করতে আর এক রান দরকার বলে হয়ত ও সচেতন হয়ে পড়েছিল। টেস্টে ব্যাটিংয়ের সময় নিজের রানের বিষয়টি মাথায় রাখা উচিত নয়। বাজে শট খেলেছে বিরাট।’
For all the latest Sports News Click Here