‘মাঠে ঝামেলা করতে চাপ নেই ওখানে তো….’- জানেন কার ভরসায় বিবাদে জড়ান কোহলি?
আইপিএল ২০২৩ মরশুমটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্য খুব ভালো ছিল। চলতি মরশুমে তাঁর ব্যাট থেকে রানের বৃষ্টি হচ্ছে। কোহলি এখনও পর্যন্ত মোট চারটি হাফ সেঞ্চুরি করেছেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচে বিরাট কোহলিও আরসিবি দলের অধিনায়কত্ব করেন এবং দলকে জয়ের পথে নিয়ে যান। এদিকে, কিং কোহলির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে যে তিনি কারোর সঙ্গে বিবাদ করতে ভয় পান। মাঠের মধ্যে এত উত্তেজিত একজন তারকা নাকি মাঠের বাইরে বিবাদ করতে ভয় পান।
আরও পড়ুন… CSK vs SRH ম্যাচের সেরা হয়ে প্রথমবার IPL 2023 -এ এমন কীর্তি গড়লেন রবীন্দ্র জাদেজা
আসলে স্টার স্পোর্টের এক অনুষ্ঠান চলাকালীন বিষয়টি সামনে আসে। যখন তাঁকে সঞ্চালক তাঁর মাথা গরম করা নিয়ে প্রশ্ন করেন। তখন নিজের রাগ নিয়ে রহস্য খোলসা করেন বিরাট কোহলি। তিনি সঞ্চালককে বলেন, ‘আমি কখনই মাঠের বাইরে কারোর সঙ্গে ঝামেলা করি না। কে জানে কেউ যদি আমায় মারে। আমি মাঠের মধ্যে ওই রকম কিছু করার সুযোগ পাই কারণ আমি জানি যদি কেউ আমায় মারতে আসে তখন মাঠে সেই সমস্যা থামিয়ে দেবেন আম্পায়ার। সেই কারণেই মাঠের মধ্যে আমি উত্তেজিত হই এবং কাউকে কিছু বলার সাহস পাই। মাঠের বাইরে আমি সেই রকমটা কখনই করব না।’
আরও পড়ুন… দলে ফিরতে পারেন মার্ক উড, কী করবে গুজরাট! দেখে নিন LSG vs GT এর সম্ভাব্য একাদশ
অন্যদিকে আর একটি ভিডিয়োতে বিরাট কোহলিকে ব্লাইন্ড ফোল্ড চ্যালেঞ্জ করতে দেখা গিয়েছে। আসলে, বিরাট কোহলির একটি নতুন ভিডিয়ো RCB-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যাচ্ছে, যেখানে কোহলি তাঁর সতীর্থ খেলোয়াড়দের সনাক্ত করার চেষ্টা করছেন। এই ভিডিয়োটি মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের পরের। বিরাট কোহলি ব্লাইন্ড ফোল্ড চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন এবং প্রথমে দীনেশ কার্তিককে তাঁর দাড়ি দেখে চিনতে পেরেছিলেন বিরাট কোহলি। এর পর মহম্মদ সিরাজ তার ঘড়ি দেখে চিনতে পারেন। এর পরে, ফ্যাফকে স্পর্শ করার পরে, কোহলি বলেছিলেন যে বাম হাতে কোনও ঘড়ি নেই এবং ডান হাতে ঘড়ি এবং ট্যাটু দ্বারা এটি সনাক্ত করা হয়েছিল।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
অবশেষে বিরাট এমন এক ব্যক্তির মুখোমুখি হলেন যার ক্রিকেটের সঙ্গে কোনও সম্পর্ক নেই। কিন্তু, কোহলি প্রথমে এই ব্যক্তিকে ছুঁয়ে বলেছিলেন যে এই শিশুটি কে, শুধু উচ্চতা পরিমাপ করুন। তার চুল খুব শক্ত এবং সে একজন অলরাউন্ডার। এর পরে তিনি বলেছিলেন যে লোকটি বল ধরে এসেছিল, ইনি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here