মাঠের VVIP আসনে নয়, আমজনতার সঙ্গে বসে IPL ফাইনাল দেখছেন অমিত শাহ, পাশে স্ত্রী
শুভব্রত মুখার্জি: করোনা আবহে পরপর দুই বছর ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের ফাইনালের আসর। ফলে ফাইনালের উৎসাহ, উন্মাদনা মাঠে উপস্থিত থেকে স্বাদ পাওয়া থেকে বঞ্চিত থাকতে হয়েছে ভারতীয় দর্শকদের। এমন আবহে দাঁড়িয়ে আইপিএলের গোটা আসর ভারতে অনুষ্ঠিত হওয়ার পরবর্তীতে গুজরাটের আমদাবাদ শহরের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালের আসর বসেছে। ফাইনালে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটানস এবং রাজস্থান রয়্যালস দল। আর সেই ম্যাচ দেখতেই মাঠে সস্ত্রীক উপস্থিত দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেশ খোশ মেজাজেই ক্যামেরাতে ধরা দিলেন তিনি। নিত্যদিনের টেনশনকে দূরে সরিয়ে রেখে ম্যাচ উপভোগ করতে দেখা গেল তাকে। এমনকি ক্যামেরাতে ধরা পড়ল তার জয়ের অভিব্যক্তিও। ‘ভিকট্রি সাইন’ দেখিয়ে বুঝিয়ে দিলেন ম্যাচ কতটা উপভোগ করছেন তিনি।
প্রায় দু’মাসের ধরে লড়াই চালিয়েছে ১০টি ফ্রাঞ্চাইজি। সেই লড়াইয়ের অবসান হয়েছে দুই ফাইনালিস্ট নির্ধারণের মধ্যে দিয়ে। ফাইনালে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটানস দল। অবশেষে ১৫ আইপিএলের বিজয়ী দল চূড়ান্ত হওয়ার দোড়গোড়ায় দাঁড়িয়ে সকলে।
প্রসঙ্গত লিগ পর্যায়ে গুজরাট ১৪টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচে জিতে প্লে অফে যায়। সেখানে কোয়ারিফায়ারে রাজস্থানকে হারিয়েই তারা ফাইনালে জায়গা করে নিয়েছিল। অন্যদিকে রাজস্থান ১৪টি ম্যাচের মধ্যে ৯টি ম্যাচে জয়লাভ করে প্লে অফে পা রেখেছিল। কোয়ালিফায়ারে হেরে যাওয়ার পরবর্তীতে তারা এলিমিনেটর পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
For all the latest Sports News Click Here