মাঠের মধ্যেই গিলকে চড় মারলেন ইশান! হাসতে লাগলেন সচিন-পুত্র অর্জুন, দেখুন ভিডিয়ো
গুজরাট টাইটানস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের যাবতীয় লাইমলাইট কেড়ে নেন শুভমন গিল এবং অর্জুন তেন্ডুলকর। তাঁদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে গিয়েছে। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। যে ভিডিয়োয় দেখা গিয়েছে, ম্যাচের আগে গুজরাটের শুভমনকে মজা করে চড় মারছেন মুম্বইয়ের তারকা ইশান কিষান। আর দুই বন্ধুর সেই খুনসুটি দেখে হাসতে-হাসতে হেঁটে বেরিয়ে যাচ্ছেন অর্জুন।
মঙ্গলবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাটের মুখোমুখি হয় রোহিত শর্মাদের মুম্বই। সেই ম্যাচে ৫৫ রানে জিতে যান হার্দিক পান্ডিয়ারা। সেই হাইভোল্টেজ ম্যাচের আগে মুম্বইয়ের সোশ্যাল মিডিয়ায় শুভমন ও ইশানের একটি খুনসুটির ভিডিয়ো পোস্ট করা হয়। যে দুই তরুণ ভারতীয় দলে খেলার সময়ও হামেশাই এরকম খুনসুটি করে থাকেন।
মুম্বইয়ের পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, আমদাবাদের মাঠে দাঁড়িয়ে শুভমনের জন্য অপেক্ষা করছেন ইশান। মাঠে ঢুকেই ইশানের সঙ্গে হাত মেলান শুভমন। তারপরই শুভমনের বুকের কাছে হাত রেখে দেন ইশান। মজা করে ইশানের গালে চড় মারেন। শুভমনও ছাড়েননি। ইশানকে চাঁটি মারেন শুভমন। ইশানও পালটা মারেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
তারইমধ্যে নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে একটি বিশেষ দৃশ্য। ওই ভিডিয়োয় যখন প্রথমবার শুভমনকে চড় মারেন ইশান, তখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। শুভমন এবং ইশানদের কীর্তিকলাপ দেখে হেসে বেরিয়ে যান মুম্বইয়ের নয়া পেসার। যদিও শুভমন বা ইশান তখন সেদিকে তাকাননি। সেইসময় অর্জুনের সঙ্গে শুভমনের কোনও কথাও হয়নি।
কিন্তু কেন শুভমন ও অর্জুনের মিম ভাইরাল হয়ে গিয়েছে? মিমের বন্যার পিছনে আসলে আছে জল্পনা। একাধিক মহলে জল্পনা, সচিন-কন্যা অর্থাৎ অর্জুনের দিদি সারার সঙ্গে শুভমনের প্রেমপর্ব চলছে। সেই বিষয়টি নিয়ে কোনওদিনও শুভমন বা সারা প্রকাশ্যে কিছু না বললেও জল্পনায় ইতি পড়েনি। সেই পরিস্থিতিতে শুভমন এবং অর্জুন একে অপরের বিরুদ্ধে নামার আগে ‘কিসি কা ভাই, কিসি কি জান’-র পোস্টারও ভাইরাল হয়ে গিয়েছে। তারইমধ্যে মঙ্গলবার অর্জুনের একটি মাত্র বল খেলেন শুভমন। তাতে এক রান করেন।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here