মাঠের বাইরে ‘ভগবান’, মাঠে ক্যাপ্টেন মেসিকে পাচ্ছেন ইন্টার মায়ামির প্লেয়াররা
আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামির হয়ে অভিষেক ঘটিয়েছেন। প্রথম ম্যাচেই ফ্রি কিক থেকে গোল করে সমর্থকদের মন জিতে নিয়েছেন তিনি। আর্জেন্তিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে চরম উন্মাদনাও দেখা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার সেই দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে চলেছেন এলএম ১০। মিয়ামির ম্যানেজার টাটা মার্টিনো অধিনায়ক হিসেবে লিওনেল মেসিকে বেছে নিয়েছেন। সোমবার সরকারিভাবে এই ঘোষণা করেছেন তিনি।
এই মরশুমে ট্রান্সফার উইন্ডো খোলার আগেই পিএসজি ছাড়ার কথা ঘোষণা করেন মেসি। তারপর বার্সেলোনাতে ফিরে আসা নিয়ে কথাবার্তা চলতে থাকে। এর মাঝেই সৌদি আরবের ক্লাব আল হিলাল ও মিয়ামির সঙ্গে কথা হতে থাকে তার। শেষের সব জল্পনার অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সকার লিগে খেলার সিদ্ধান্ত নেন মেসি। শুক্রবার মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচের ৫৪তম মিনিটে পরিবর্ত ফুটবলার হিসাবে মিয়ামির গোলাপি জার্সি পড়ে প্রথম মাঠে নামেন মেসি। প্রথম ম্যাচেই তাক লাগিয়ে দেন সবাইকে। ম্যাচের ৯৪ মিনিটে ২৫ গজ দূর থেকে চোখ ধাঁধানো ফ্রি কিক মারেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
মেসির গোল সহ ২-১ গোলে ম্যাচ জিতে নেয় ইন্টার মিয়ামি। পরিবর্তন প্লেয়ার হিসেবে মাঠে নামার পর তাঁর হাতে অধিনায়কের আর্ম ব্যান্ডও দেখতে পাওয়া যায়। সাতবারের ব্যালন ডি’অর জয়ী ইন্টার মিয়ামির অধিনায়কত্ব করবেন কিনা জানতে চাইলে কোচ মার্টিনো সাংবাদিকদের বলেন, ‘এই ম্যাচে ও অধিনায়কত্বের দায়িত্ব সামলেছে। আগামীতেও অধিনায়ক থাকবে।’ ক্লাবটির আগের অধিনায়ক ছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্রেগোর। তিনি পায়ের চোটের কারণে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে রয়েছেন। তাঁর জায়গায় মেসির মতো ফুটবলারকে হাতে দায়িত্ব দেওয়াতে কোনও আপত্তি নেই টিম ম্যানেজমেন্টের। এছাড়াও মার্টিনোও জানিয়েছেন যে মেসি এবং বুস্কেটস পরের ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে প্রথম দিক থেকেই খেলবেন। এই বিষয়ে তিনি বলেন, ‘লিও এবং বুসি দুজনেই পরের ম্যাচ থেকে আরও বেশি সময় ধরে খেলবে। আমি মনে করি ওরা যদি আরও বেশি খেলে তাহলে আমরা অনেক ভাল পরিবর্তন করতে পারব। তবে সবকিছু নির্ভর করবে ওরা কেমন অনুভব করছে তার ওপরে। কারণ পরবর্তী ম্যাচ ওদের জন্য সবেমাত্র দ্বিতীয় ম্যাচ হতে চলেছে।’
লিওনেল মেসি আমেরিকার ফুটবল ক্লাবের যোগ দেওয়ায় সেখানকার ফুটবলের সামগ্রিক অনেক উন্নতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিএসজিতে থাকা থাকাকালীন অনেক বিতর্ক ও সমর্থকদের বিদ্রুপ সহ্য করতে হয় লিওলেনকে। মিয়ামিতে প্রথম ম্যাচের পর মনে করা হচ্ছে সেই রকম কোনও জটিল পরিস্থিতি এখানে তৈরি হবে না। এই ক্লাবে যোগ দেওয়ার পর তিনি নিজেও অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছেন।
For all the latest Sports News Click Here