মাঠের বাইরেই যত হম্বিতম্বি! ২ গোলে এগিয়েও আই লিগের দলের সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের
শুভব্রত মুখার্জি: চলতি মরশুমটা একেবারেই ভালো গেল না কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইস্টবেঙ্গলের। আইএসএলের ব্যর্থতা ছিল আগে থেকেই। তার উপর এবার গোদের উপর বিষফোঁড়ার মতো যুক্ত হল সুপার কাপের ব্যর্থতা। সুপার কাপে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও জয় অধরা থেকে গেল লাল-হলুদ ব্রিগেডের। আই লিগের দল আইজল এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র হল ইস্টবেঙ্গলের ম্যাচ। আর গ্রুপে টানা তিনটি ম্যাচ ড্র করে সুপার কাপ থেকেই ছিটকে গেল ইস্টবেঙ্গল। সেমিফাইনালের মুখ দেখা হল না স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেদের। আর এই ম্যাচ ইস্টবেঙ্গলের কোচ হিসেবে শেষ ম্যাচ হয়ে থাকল স্টিফেনের।
কেরলে এদিন শুরুটা দারুণ করেছিল ইস্টবেঙ্গল। ম্যাচের বয়স ৩০ মিনিট পেরনোর আগেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু ফের একবার তাদের ডিফেন্সের ব্যর্থতার ফলে ডুবতে হল। উল্লেখ্য, ঠিক এর আগের ম্যাচেই হায়দরাবাদের বিরুদ্ধে ৩-১ গোলে এগিয়ে থেকেও ম্যাচ ৩-৩ গোলে ড্র করেছিল তারা। আর এদিনের ম্যাচেও ঘটল সেই এক ঘটনার পুনরাবৃত্তি। এদিন প্রথমার্ধের ১৭ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন নাওরেম মহেশ সিং। ২২ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সুমিত পাসি। কিন্তু এই হাসি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।
ম্যাচের ৪২ মিনিটে আইজলের হয়ে একটি গোল শোধ করে দেন রুআইতা। বিরতিতে যাওয়ার সময় খেলার ফল ছিল ইস্টবেঙ্গলের পক্ষে ২-১। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে সমতা ফেরায় আইজল। তাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন ডেভিড।
প্রসঙ্গত, এই গ্রুপের অপর দুই প্রতিপক্ষ ওড়িশা এফসির বিরুদ্ধে ১-১ এবং হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ৩-৩ গোলে আগেই ম্যাচ ড্র করেছিল ইস্টবেঙ্গল। এবার আইজলের বিরুদ্ধেও ম্যাচ ২-২ গোলে ড্র করে সুপার লিগ থেকে ছিটকে গেল তারা। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে হায়দারাবাদ এফসি এবং ওড়িশা এফসি। যে দল জিতবে, সে সরাসরি সেমিফাইনালে চলে যাবে। অন্যদিকে হায়দরাবাদ ড্র করলেও চলে যাবে পরবর্তী রাউন্ডে। কারণ তাদের গোল পার্থক্য যথেষ্ট ভালো।
For all the latest Sports News Click Here