মাঝ রাস্তায় বৃদ্ধকে চড় ‘স্মার্ট দিদি’ নন্দিনীর! ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দের ঝড়
মাস কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন নন্দিনী। কলকাতার অফিসপাড়া, ডালহৌসি চত্বরে পাইস হোটেল চালান এই সুন্দরী। জিনস-টি-শার্টে রাস্তার ধারে ভাতের হোটেল চালিয়ে হিট নন্দিনী। তাঁর আসল নাম মমতা গঙ্গোপাধ্যায়। এমবিএ পাশ এই স্মার্ট দিদি-কে নিয়ে উন্মাদনা এতটাই যে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ভ্লগারটা ছোটেন দিদির হাতের খাবার খেতে। আরও পড়ুন-মনোবিদের কাছে যেতে না-রাজ, জিতুর সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণা ভুলতে নবনীতা কী করছেন?
করোনায় নন্দিনীর বাবা চক্রধারীবাবুর ব্যবসা বন্ধ হয়ে যায়। তখনও রাজ্যের বাইরে মমতা থুরি নন্দিনী। চক্রধারীবাবু কিছুটা বাধ্য হয়েই অফিস পাড়ায় এক চিলতে দোকান খোলেন। মা অসুস্থ হয়ে পড়লে ভিন রাজ্যে চাকরি ছেড়ে এসে বাবা-মা’য়ের ব্যবসায় হাত লাগান নন্দিনী। তখন প্রতিদিন সেই হোটেলের খদ্দের ছিল জনা ৩০, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০০ জনে। দম ফেলবার ফুরসৎ নেই নন্দিনী দিদির। সোশ্যাল মিডিয়ার দৌলতে নন্দিনীর জনপ্রিয়তা তুঙ্গে। যাতে ভর দিয়ে দিদি নম্বর ১-এর মঞ্চেও পৌঁছে গিয়েছিলেন নন্দিনী দিদি। কিন্তু এ সাফল্যের মাঝেই ঘটে গেল অঘটন। ফের সংবাদ শিরোনামে নন্দিনী দিদি, তবে এবার একদম অন্য কারণে। মাঝ রাস্তায় বাবার বয়সী এক বৃদ্ধকে চড় মেরে চর্চার কেন্দ্রে নন্দিনী।
ল্যাদখোর ফুডি নামের এক ইউটিউবার পৌঁছেছিলেন নন্দিনী দিদির দোকানে। তাঁর আপলোড করা ভিডিয়োর জেরেই নেটমাধ্যমে তুলোধনা করা হচ্ছে নন্দিনীকে। ভিডিয়োর ক্যাপশনে যদিও ওই ভ্লগার নন্দিনীর সপক্ষেই মুখ খুলেছিলেন। কিন্তু ভিডিয়োয় গোটা বিষয়টি খুব বেশি স্পষ্ট হয়নি।
ভিডিয়োয় নন্দিনী ও তাঁর বাবার সঙ্গে ওই বৃদ্ধের হাতাহাতির দৃশ্য ফুটে উঠেছে। একটা সময় তো কেঁদেও ফেলেন নন্দিনী দিদি। তিনি বলেন, ওই বৃদ্ধ প্রতিদিন তাঁকে উত্যক্ত করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় পিঠে চিমটি কাটে, অশালীন স্পর্শ করে। স্মার্ট দিদি বলেন, ‘এ এরকম রোজ করে, রোজ। প্রায়ই গায়ে, পিঠে চিমটি কেটে দিয়ে চলে যায়। রোজ এখানে দাঁড়িয়ে থাকে। এই একটা বুড়ো এবং আরো একটা লোক আছে।’
নন্দিনীর যুক্তি তিনি ফুটপাতে দাঁড়িয়ে কাজ করেন বলে তিনি কারর পাবলিক প্রপার্টি নন। ল্যাদখোর ফুডির চ্যানেল থেকে ইতিমধ্যেই ভিডিয়ো দেখে অনেকেই নন্দিনীর পাশে দাঁড়িয়েছেন। তবে অনেকেই লিখেছেন, ‘গোটাটাই নাটক’। কেউ আবার ‘পাবলিসিটি স্টান্ট’ বলে নন্দিনীর সমালোচনায় মুখর হয়েছেন।
For all the latest entertainment News Click Here