মাঝ আকাশে আল্লু অর্জুনের সঙ্গে দেখা কৌশিকের! খোশ-গপ্পে মেতে উঠেছিলেন দু’জনে
ছেলে উজানের সঙ্গে দেখা করতে লন্ডন উড়ে যাচ্ছিলেন পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্য়ায়। লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন উজান গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে দেখা করতে বিদেশে পাড়ি পরিচালক-অভিনেতার। আর যাত্রা পথে মাঝ আকাশেই দেখা হল অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে। তারপর?
নেটমাধ্যমের পাতায় অল্লু অর্জুনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন কৌশিক। জানিয়েছেন, বিমানে আল্লু অর্জুনের মৃদু হাসি দেখেই নিমেষে চিনে ফেলেছেন তিনি। সংক্ষেপে আলাপচারিতার পর গল্পে জমে উঠেছিলেন তাঁদের। সিনেমা থেকে বাংলা চলচ্চিত্র, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে আঞ্চলিক ইন্ডাস্ট্রি এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির আঞ্চলিক ছবির জগৎ, সবটা ছিল তাঁদের আড্ডার বিষয়ে। দক্ষিণী সুপারস্টারের নরম আচরণও দাগ কেটেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মনে।
আরও পড়ুন: ‘কাছ থেকে কিছুদিন দেখার সুযোগ তরুণবাবুকে, অধৈর্য ছাত্র নানা বাজে অজুহাতে পালালো’
দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে দেখা হওয়ার পর গল্প-আড্ডায় জমে উঠেছিলেন কৌশিক গঙ্গোপাধ্য়ায় তা বলাই যায়।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি ‘লক্ষ্মী ছেলে’। ২৬ অগস্ট মুক্তি পাচ্ছে এই ছবি। মুখ্য চরিত্রে কৌশিক-পুত্র উজান। বাবার পরিচালনায় কাজ করেছেন পুত্র উজান গঙ্গোপাধ্যায়।
এই ছবির মাধ্যমে বহু বছর পর বড় পর্দায় দেখা মিলবে উজানের। এই প্রথম কোনও ছবিতে জুটি বাঁধছেন বাবা-ছেলে। ছবির প্রযোজনায় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবি মুক্তির আগেই ছেলের সঙ্গে দেখা করতে বিদেশ পাড়ি কৌশিকের। উজান ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিকা পাল, পূরব শীল আচার্য-সহ আরও অনেকে।
For all the latest entertainment News Click Here