‘মাঝের ওভারে এত উইকেট হারালে ম্যাচ জেতা যায়!’ ওয়ার্নারের আঙুল কি মণীশদের দিকে?
ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হারতে হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ ডেভিড ওয়ার্নার। দল যখন ক্রমাগত হেরে লিগ টেবিলের একেবারে শেষে থাকে, তখন জয়ের সুযোগ হাতছাড়া হলে হতাশা বাড়ে বইকি। দিল্লির ক্য়াপ্টেনও ব্যতিক্রমী নন।
ছন্দে থাকা দলের কাছে হারলে অজুহাতের অভাব হয় না। তবে সানরাইজার্স হায়দরাবাদ, যারা টানা তিনটি ম্যাচ হেরে দিল্লিতে মাঠে নামে, নিজেদের ডেরায় তাদের কাছে হারতে হলে কারণ খুঁজে পাওয়া মুশকিল। আসলে ব্যর্থতার নানাবিধ কারণের মাঝে যথাযথ দু-একটি বিষয়কে সামনে আনাই কঠিন। ম্যাচের শেষে ওয়ার্নার যদিও ব্য়াটিং-বোলিং মিশিয়ে একটা আপলকা ঢাল তৈরির চেষ্টা করেন।
প্রথমত, ১৯৭ রান খরচ করলেও তা তাড়া করে জয় তুলে নেওয়া যেত বলে মনে হয়েছে ডেভিডের। মাঝের ওভারের পরপর উইকেট হারানোয় সিনিয়র ব্যাটসম্যানদের এক্ষেত্রে কাঠগড়ায় তোলেন দিল্লি দলনায়ক। তিনি বলেন, ‘যখন দু’জন ব্যাটসম্যান ভালো শুরু করে, সেটাকে আমাদের কাজে লাগানো উচিত ছিল। কোনও একজনের নিজের ইনিংসকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া দরকার ছিল। তা না করে মাঝের ওভারে আমরা বড্ড বেশি উইকেট হারাই। পার্টনারশিপ গড়তে না পারলে এমন ম্যাচ জেতা কঠিন।’
আরও পড়ুন:- DC vs SRH: ৪টি উইকেট, সঙ্গে ২৮ বলে হাফ-সেঞ্চুরি মিচেল মার্শের, তাও ঘরের মাঠে হারল দিল্লি ক্যাপিটালস
ম্যাচে নিজে শূন্য রানে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। তবু তিনি পরাজয়ের দায় চাপালেন মাঝের ব্যাটসম্যানদের ঘাড়ে। বাকি মরশুমে ঘুরে দাঁড়াতে তাঁদের কী করতে হবে, সেটাও জানান ওয়ার্নার। তিনি বলেন, ‘ মাঝের সময়টায় আমাদের বড় পার্টনারশিপ গড়তে হবে। ম্য়াচ জেতাতে একজন বা দু’জন ব্যাটসম্যানকে ৮০-র বেশি রানের ইনিংস গড়তে হবে। সিনিয়র ব্যাটসম্যানদের এক্ষেত্রে দায়িত্ব নিতে হবে।’
এদিনের ম্যাচ প্রসঙ্গে ডেভিড আরও বলেন, ‘৯ রানে ম্যাচ হারা অত্যন্ত হতাশার। দারুণ পিচ ছিল। আমার মনে হয় না পরের দিকে পিচ খুব বেশি স্লো হয়ে গিয়েছিল বলে। আসলে ওরা বলের গতি কমিয়ে দেয়। আমাদের বোলিং তুলনায় খারাপ হয়েছে। তবে মার্শ মাঝের ওভারগুলোয় দুর্দান্ত বল করে। ওই আমাদের হয়ে সেরা বল করেছে।’
আরও পড়ুন:- Video: ক্ষোভে ফেটে পড়েন রাসেল, হতাশায় মুখ ঢাকেন রানা, ইডেনে সুয়াশের এই ভুলের বড় মাশুল দিতে হয় KKR-কে
উল্লেখ্য, দিল্লিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৭ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। পালটা ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানে থেমে যায়। ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে হায়দরাবাদ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here