মাঝপথেই গান থামাল সঞ্চালিকা! ভরা মঞ্চেই কেঁদে ভাসালেন গায়িকা, ভাইরাল ভিডিয়ো
আচমকাই সংবাদ শিরোনামে ভোজপুরী প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)। ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে গায়িকার এক ভিডিয়ো যেখানে ভরা মঞ্চে হাউহাউ করে কাঁদতে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু গান গাইতে গাইতে হঠাৎ কেন কেঁদে ভাসালেন গায়িকা? বিহারের প্রসিদ্ধ থাওয়ে মহোৎসবে (Thawe Mahotsav) গান গাইছিলেন প্রিয়াঙ্কা, পারফরম্যান্স চলাকালীনই তাঁর গান বন্ধ করে দেন সঞ্চালিকা। সেই নিয়েই যত বিপত্তি!
‘ঘর কে কলেশ’ নামের এক টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে ওই ভাইরাল ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে সঞ্চালিকা রূপম তিবিক্রম অত্যন্ত রূঢ় ব্যবহার করেন গায়িকার সঙ্গে। গান থামানোর পর দু-মিনিট সময় চেয়েছিলেন প্রিয়াঙ্কা, তাতেও টনক নড়েনি ওই সঞ্চালিকার। জেলা প্রশাসককে মঞ্চে আমন্ত্রণ জানান রূপম। এতেই ধৈর্যের বাঁধ ভাঙে প্রিয়াঙ্কার। কাঁদো কাঁদো গলায় তিনি বলেন, ‘এটা শিল্পীর অপমান। একজন গান গাইছে, তাঁকে আপনি থামিয়ে দিচ্ছেন সেটা ঠিক নয়’। এরপরই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন পবন সিং নামের অপর এক গায়ক। তাতেও থামেনি প্রিয়াঙ্কার কান্না। তিনি আরও বলেন, ‘শিল্পীর এমন অপমান করা হতে পারে না। আমি গান গাইতে মরে যাচ্ছি না। আমার কাছে অনেক মঞ্চ রয়েছে। আপনারা খুব বড় ভুল করলেন। আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা। এখানকার মেয়েকে অপমান করেছেন আপনারা, এর বিচার থাওয়েওয়ালি মা করবে’।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োর ভিউ সংখ্যা প্রায় ৫ লক্ষের কাছাকাছি, কমেন্ট সেকশনে অ্য়াঙ্করকে ধুয়ে দিয়েছেন নেটিজেনরা। এক জনৈক লেখেন, ‘জঘন্য়! কারুর এইভাবে সম্মানহানি করা অনুচিত। ভুল কাজ করেছে অ্যাঙ্কর’। অপর একজন লেখেন, ‘ভাগ্যিস নিজের অপমানের উচিত জবাব দিয়েছে গায়িকা। শুধু সঞ্চালিকা নয়, আয়োজকরাও সমান দোষী’।
ভোজপুরী ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ প্রিয়াঙ্কা। একাধিক সুপারহিট গান দর্শকদের উপহার দিয়েছেন তিনি। মহুয়া চ্যানেলে সম্প্রচারিত সুর সংগ্রামের সুবাদে লাইমলাইটে উঠে এসেছিলেন প্রিয়াঙ্কা। টি-সিরিজের মতো জনপ্রিয় মিউজিক লেবেলের সঙ্গে কাজ করেছেন তিনি। পবন সিং-এর সঙ্গে ‘ছালাকতা হামারো জাওয়ানিয়া ইয়ে রাজা’ গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন তিনি। ভোজপুরীর পাশাপাশি হিন্দি এবং অসমিয়াতেও গান গেয়েছেন প্রিয়াঙ্কা।
আরও পড়ুন- Viral Video: মাস্কে মুখ ঢেকে বিমানের ইকোনমি ক্লাসে কৃতি! ‘সবটাই পিআর স্টান্ট’, হল ট্রোলিং
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here