মাকে হারালেন দিন্দা, নৈছনপুরে মায়ের শেষকৃত্যে যোগ বাংলার তারকা পেসারের
বাংলার প্রাক্তন তারকা ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দার মা প্রয়াত হলেন। সন্ধ্যা রানী দিন্দার অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর।
জগদীপ ধনখড় টুইট করে লিখেছেন, ‘শ্রীমতী সন্ধ্যা দিন্দার মৃত্যুর খবর শুনে মর্মাহত। শোকাহত পরিবারের জন্য আমার প্রার্থনা। আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করুন।’
সূত্র মারফত জানা গিয়েছে, আজ শুক্রবার সকালে স্ট্রোক হয়েছিল দিন্দার মায়ের। তবে দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে নিজের বাড়ি তমলুক ব্লকের নৈছনপুর গ্রামে প্রয়াত হন তিনি। স্ট্রোকেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: KKR-এর বাঙালি বোলারই নেটে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিলেন পন্টিংকে, জানেন তিনি কে?
আরও পড়ুন: KKR-এ ব্রাত্য বাংলার ক্রিকেটাররা, আক্ষেপ সবার, ঘুরিয়ে আওয়াজ তুললেন দিন্দা
অন্যদিকে ক্রিকেট ছেড়ে রাজনীতির ময়দানে বেশ সফল অশোক দিন্দা। বাংলা দল ছেড়ে গোয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নাম লিখিয়েছিলেন দিন্দা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গোয়ার হয়ে খেলেও ছিলেন। এর পরই ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি।
মাতৃহারা বিধায়ক অশোক দিন্দা তাঁর দাদাদের সঙ্গে মায়ের শেষকৃত্যে উপস্থিত ছিলেন। প্রতিবেশী পরিজনেরা এই দুঃখের সময়ে অশোক দিন্দার পাশে এসে দাঁড়িয়েছেন।
For all the latest Sports News Click Here