মাকে দেখে ‘কামার্ত’ হয়ে পড়তেন ‘নগ্নতার পূজারী’ রাজ কাপুর, KRK-র টুইট ভাইরাল
বিতর্কিত টুইট করে প্রায় রোজই শিরোনামে আসেন কেআরকে। তবে মঙ্গলবার তিনি যে বিস্ফোরক টুইট করলেন তা অবিশ্বাস্য ঠেকেছে অনেকের কাছেই। আপাতত তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিপুল শোরগোল। যেখানে সোজা আক্রমণ শানিয়েছেন রাজ কাপুরকে।
টুইটারে প্রাত অভিনেতা রাজ কাপুরের একটা পুরনো সাক্ষাৎকার শেয়ার করে নিয়েছেন কেআরকে। যেখানে বলেছিলেন, তিনি নগ্নতার পূজারী। স্নানের সময় নিজের মাকে দেখেও কামতাড়িত হয়ে পড়েছিলেন। আর ক্যাপশনে কেআরকে লেখেন, ‘দয়া করে এটা পড়ুন আর জানুন গ্রেট রাজ কাপুর নিজের মাকে নিয়ে কী বলেছিল’।
রাজ কাপুরের জীবন ছিল বিতর্কে ভরা। কৃষ্ণা মলহোত্রার সঙ্গে বিবাহিত জীবনের পাশাপাশি সম্পর্ক ছিল একাধিক নায়িকার সঙ্গে। সেই তালিকায় নাম ছিল নার্গিস দত্ত, বৈজয়ন্তীমালা, পদ্মিনীদের। অনেকের তো আবার এটাও দাবি নিজের বাবার তুতো বোনকেই বিয়ে করেছিলেন। সব গুজবেই শিলমোহর দিয়েছেন রাজ-পুত্র ঋষি কাপুর নিজের আত্মজিবনীতে।
১৯৮৬ সালে সানডে ম্যাগাজিনের এই সাক্ষাৎকারে রাজ বলেছিলেন, ‘আমি ছিলাম নগ্নতার পূজারী। মনে হয় সবই শুরু হয়েছিল আমার সঙ্গে আমার মায়ের ঘনিষ্ঠতার কারণেই। যিনি ছিলেন অসাধারণ সুন্দরী। পাঠান রমনীর মতো ধারালো চেহারার অধিকারিণী।’
রাজ নিজেই জানিয়েছেন তিনি তাঁর মায়ের সঙ্গে স্নান করতেন। এই কিংবদন্তির কথায়, ‘পবিত্র নগ্নতা, যা আমায় মগ্ন করে রাখত। এই কারণে আমার সিনেমাতেও নগ্নতা প্রাধান্য পেত। নারীরা আমার চেতনা জুড়ে থাকত।’
তবে দেখা গেল কেআরকে সকলের সামনে রাজ কাপুরের সমালোচনা করতে চাইলেও, সমালোচিত হলেন তিনি নিজেই। এক নেট-নাগরিক লিখেছেন, ‘উনি একজন অসাধারণ মানুষ ছিলেন আর আপনি ঘৃন্য।’ অপরজন লিখেছেন, ‘নগ্নতাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া আর নোংরামির পর্যায়ে নেওয়ার অনেক পার্থক্য আছে। এসব বন্ধ করুন।’
দিনকয়েক আগেই টুইটারে নিজের সব সম্পত্তি বেঁচে দেওয়া নিয়ে টুইট করেছিলেন কেআরকে। লিখেছিলেন, ‘অবশেষে আমি ভারতে থাকা আমার সব ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিলাম এবং দেশে থাকা নিজের সব সম্পত্তিও বেচে দিয়েছি। এখন শুধু মুম্বইয়ের বাড়ি আর অফিস আছে। ওই দুটোও বিক্রি করে দেব জলদি। এটা করলাম কারণ আমার উপরে হওয়া মিথ্যে মামলায় আমি জর্জরিত। কারও অধিকার নেই পুলিশ বা আইনি ব্যবস্থাকে ভুলভাবে ব্যবহার করার।’ নিজের এই টুইটে তিনি ট্যাগ করেছিন অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও মুম্বই পুলিশকে। সেই সময়ও সোশ্যাল মিডিয়ায় একইভাবে হাসির পাত্র হয়ে পড়েছিলেন।
For all the latest entertainment News Click Here