মাকে জড়িয়ে চুমু, পুরনো ছবি পোস্ট করে বিশেষ বার্তা প্রসেনজিতের, কী লিখলেন নায়ক
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে টলিউডের সব থেকে সফল অভিনেতা বললে বোধহয় অত্যুক্তি করা হবে না। সেই ১৯৮৭ সাল থেকে আজ পর্যন্ত সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপগ্রেড করে, নিজেকে ভেঙে, গড়ে, বদল এনে বারবার অভিনয়ের দক্ষতা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন বহু। উপহার দিয়েছেন একাধিক হিট ছবি। তবুও সাফল্যের চূড়োয় পৌঁছিয়েও কখনও তিনি তবে অতীতকে ভোলেননি। ভুলে যাননি তাঁর চলার পথে। মাটিতে পা রেখেই চলতে ভালোবাসেন আজও। এ হেন অভিনেতা অনেকের কাছেই যে অনুপ্রেরণা সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাঁর অনুপ্রেরণা কে জানেন? তাঁর মা।
মায়ের জন্য গুরু পূর্নিমার দিন একটি বিশেষ পোস্ট লিখলেন অভিনেতা। মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার জীবনের প্রথম গুরু, যিনি আজও প্রতি মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করেন। জানি আজও আমার পাশে আছেন সবসময়। মা, আজ গুরু পূর্ণিমার দিনে আমার বিনম্র প্রণাম রইল।’ ছবিতে প্রসেনজিৎকে তাঁর মাকে জড়িয়ে চুমু খেতে দেখা যাচ্ছে।
অভিনেতার এই ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন তাঁর ভক্তরা। ভালোবাসা এবং শ্রদ্ধায় ভরিয়ে তুলেছেন কমেন্ট বক্স।
প্রসেনজিৎ সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন। নানা বিশেষ দিনে নানা ধরনের পোস্ট করেন তিনি। এই তো কদিন আগেই ওয়ার্ল্ড মিউজিক ডেতে খালি গলায় গান গেয়ে সবার মন জয় করে নেন।
প্রসঙ্গত তিনি এখন কেবল টলিউড নয়, বলিউডেও সমান দক্ষতার সঙ্গে সমানতালে কাজ করে চলেছেন। জুবিলি এবং স্কুপ দুটো সিরিজে তিনি কাজ করেছেন। আগামীতে তাঁকে শুভ্রজিৎ মিত্রের ছবি দেবী চৌধুরানীতে দেখা যেতে চলেছে। সেখানে তিনি ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করবেন।
For all the latest entertainment News Click Here