মহেশের জন্মদিনে একসঙ্গে জড়ো হয়েছে ভাট পরিবার, হাজির মেয়ে-জামাই আলিয়া-রণবীরও
২০ সেপ্টেম্বর। ৭৪ বছরে পা রাখলেন পরিচালক-প্রযোজক মহেশ ভাট। স্বামীর জন্মদিন উদযাপনের পারিবারিক ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন সোনি রাজদান। ছবিটিতে আলিয়া ভাট, রণবীর কাপুর, সোনি রাজদান, পূজা ভাট, শাহিন ভাট এবং পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন। ছবিতে আলিয়াকে কালো পোশাক পরে দেখা গিয়েছে। রণবীরের পরনে কালো টি-শার্ট এবং কালো প্যান্ট। ক্যামেরার জন্য পোজ দেওয়ার সময় পরিবারের সদস্যরা একসঙ্গে বসেছিলেন।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পরিবারের মধ্যে (তিনটি গোলাপী হার্ট ইমোজি)।’ অভিনেত্রী নীতু কাপুর ছবিতে ভালোবাসা জানিয়েছেন। অনুরাগীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মহেশ ভাটকে। আরও পড়ুন: মেয়েকে নিয়ে প্রথম ট্রিপ প্রিয়াঙ্কার! ছবিতে ভালোবাসায় ভরালেন রণবীর, সোনালিরা
মহেশ ভাটের ছেলে রাহুল ভাট এবং মেয়ে পূজা ভাট প্রাক্তন স্ত্রী কিরণ ভাটের (লরেন ব্রাইট) সঙ্গে ছবি শেয়ার করেছেন। স্ত্রী সোনি রাজদানের ঘরে শাহিন ভাট এবং আলিয়া ভাট, দুই মেয়ে রয়েছে তাঁর। আরও পড়ুন: কোন রহস্য লুকিয়ে পাহাড়ি গ্রামে? সন্ধানে বনি! প্রকাশ্যে ‘জতুগৃহ’র ট্রেলার
আলিয়া মহেশ ভাটের সঙ্গে ‘সড়ক ২’ ছবিতে কাজ করেছেন। ২০২০ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। রিভিউ বেশ খারাপ ছিল। ‘সড়ক’-এ মহেশ তাঁর বড় মেয়ে পূজার সঙ্গে কাজ করেছিলেন। সঞ্জয় দত্তের সহ-অভিনেতা ছিলেন, সেই ছবিটি হিট হয়েছিল।
১৯৭৪ সালে ‘মনজিলে অউপ ভি হ্যায়’ ছবি দিয়ে পরিচালক হিসেবে বলিউডে ডেবিউ করেন মহেশ ভাট। পরবর্তীতে তিনি ‘আর্থ’ (১৯৮২), ‘সরাংশ'(১৯৯৪), ‘আশিকি’ (১৯৯০), ‘সড়ক’ (১৯৯১) এবং ‘জখম’ (১৯৯৯)-এর মতো প্রশংসনীয় ও সফল ছবি পরিচালনা করেছেন। একজন চিত্রনাট্যকার এবং প্রযোজকও মহেশ ভাট।
For all the latest entertainment News Click Here