মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতীয়দের জন্য সুখবর, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ফিরছেন স্মৃতি
শুভব্রত মুখার্জি: মহিলা টি-২০ বিশ্বকাপের অভিযান বেশ ভালোভাবেই শুরু হয়েছে ভারতের। প্রথম ম্যাচে তাঁরা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দিয়ে অভিযান শুরু করেছে। যদিও এই ম্যাচে ভারত পায়নি তাঁদের নিয়মিত ওপেনার স্মৃতি মন্ধানাকে। আঙুলের চোটের কারতে এই ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে ভারত তাঁদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামার আগেই এল ভালো খবর। ভারতীয় সমর্থকদের স্বস্তি দিয়ে টিম ম্যানেজমেন্টের তরফে জানিয়ে দেওয়া হল দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই মাঠে নামছেন মন্ধানা।
বুধবার কেপ টাউনে ভারত তাঁদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ক্যারিবিয়ানদের। সেখানেই আঙুলের চোট সারিয়ে ফিরতে চলেছেন মন্ধানা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলিংয়ে ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে থাকবে ভারতীয় দল। কারণ তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাশা মতো বোলিং পারফরম্যান্স করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ আবার অন্যদিকে তাঁদের প্রথম ম্যাচে হারের সম্মুখীন হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছে তাঁদের। ৩৩ বল বাকি থাকতে সাত উইকেট হাতে নিয়ে তাঁদের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। ফলে ভারতের বিরুদ্ধে ম্যাচে জয় পেতে মুখিয়ে থাকবেন তাঁরাও। বেশ একটা লড়াইপূর্ণ ম্যাচ দেখার আশাতে রয়েছেন দুই দলের সমর্থকরা। আরও সেই কারণে এই ম্যাচে মন্ধানার প্রত্যাবর্তটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতীয় দলের জন্যও।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে জয়ে ভারত বেশ কিছু নজির গড়েছিল। টি-২০তে তাদের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জেতার নজির গড়েছিল তারা। এমনকি আন্তর্জাতিক টি-২০তেও পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির হয়েছিল ওই ম্যাচেই। সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজেও ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল দুবার। দুবারেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে মন্ধানার অনুপস্থিতিতে ইনিংস ওপেন করেছিলেন যশতিকা ভাটিয়া। মন্ধানা ফিরলে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে দেখা যাবে শেফালি ভার্মা এবং যশতিকা ভাটিয়াকে।
For all the latest Sports News Click Here