মহিলা টি-২০তে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপের নজির বেথ-তাহিলা
শুভব্রত মুখার্জি: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার মহিলা দল। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ইতিমধ্যেই প্রথম ম্যাচে জিতে গিয়েছে অস্ট্রেলিয়া। এমন আবহে দ্বিতীয় ম্যাচে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া দল। এই ম্যাচেই নয়া নজির গড়ে ফেললেন দুই অস্ট্রেলিয়ান ব্যাটার। মহিলা টি-২০ ইতিহাসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়ে ফেললেন বেথ মুনি-তাহিলা ম্যাকগ্রাথ।
ভারতের বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া দল। নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮৭ রান করে তাঁরা। অবিচ্ছেদ্য জুটিতে ১৫৮ রান করেন বেথ মুনি-তাহিলা ম্যাকগ্রাথ। তাঁরা টপকে গেলেন বেথ মুনি-অ্যালিসা হিলির নজিরকে। ২০২০ সালে তাঁরা জুটিতে ১৫১ রান করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কেট ব্ল্যাকওয়েল- ক্যারেন রোল্টন জুটি। ২০০৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে জুটিতে তাঁরা অপরাজিত ১৪৭ রান করেছিল। চতুর্থ স্থানে রয়েছে মেগ ল্যানিং এবং তাহিলা ম্যাকগ্রাথ জুটি। ২০২২ সালেই তাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে জুটিতে অপরাজিত ১৪৪ রান করেছিলেন।
এদিন বেথ মুনি ৫৪ বলে ৮২ রানের দুরন্ত অপরাজিত ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১৩টি চারে। ১৫১.৮৫ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। অপরদিকে ৫১ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন তাহিলা ম্যাকগ্রাথ। তাঁর ইনিংসে তিনি হাঁকান ১০টি চার এবং ১টি ছয়। এদিন অপর ওপেনার তথা অধিনায়ক অ্যালিসি হিলি ১৫ বলে ২৫ রান করে আউট হয়ে যান। তারপরেই জুটি বাঁধেন বেথ মুনি-তাহিলা ম্যাকগ্রাথ। ভারতের হয়ে এদিন একমাত্র উইকেটটি নেন দীপ্তি শর্মা।
For all the latest Sports News Click Here