মহিলা খেলোয়াড়কে শ্রীলতাহানি কলকাতায়, অভিযোগের তির কোচের বিরুদ্ধে
মাসখানেক আগে দিল্লিতে অভিযোগ উঠেছিল দুই মহিলা কুস্তিগিরের সঙ্গে অশ্লীল আচরণ করেন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ও বিজেপির সাংসদ ব্রিজভূষণ। ফের শ্রীলতাহানির অভিযোগ উঠল এক কোচের বিরুদ্ধে। তবে এবার কলকাতায়। জানা গিয়েছে কলকাতায় জাতীয় স্তরে এক মহিলা খেলোয়াড় তথা কোচকে শ্লীলতাহানি অভিযোগ উঠল অন্য এক কোচের বিরুদ্ধে। জাতীয় স্তরের ওই প্লেয়ার তথা কোচকে অন্য আরেক কোচ প্রাণনাশের, শ্রীলতাহানীর হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনার পরই ওই মহিলা খেলোয়াড় নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন।
২০১৫ সাল পর্যন্ত ওই মহিলা খেলোয়াড় রোলার স্কেটিং খেলতেন। তারপর তিনি কোচ হন। ২০১৯ সাল থেকে অন্য এক কোচ তাঁকে শ্রীলতাহানি, অভব্য আচরণ এবং অশালীন প্রস্তাব দেন বলে অভিযোগ। এই অভিযোগ নিয়ে প্রতিবাদ করতে চাইলে তাকে প্রভাবশালীদের যোগের কথা বলে হুমকি দেওয়া হয় বলে জানা যায়। এছাড়াও তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। মহিলা খেলোয়াড় প্রথমে দারস্ত হন রোলার স্কোটিং ফেডারেশন অফ ইন্ডিয়ায়। কিন্তু সেখানে বলেও কোন লাভ হয়নি। তাই শেষ পর্যন্ত ২২ জুলাই ওই মহিলা খেলোয়াড় নিউটাউন থানায় অভিযোগ করতে বাধ্য হন। তড়িঘড়ি তদন্তে নামে নিউটাউন থানার পুলিশ।
তবে অভিযোগটি মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত কোচ। তিনি জানান, নিউটাউন থানায় যে অভিযোগটি করা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা। আমার কোনও প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ নেই। এছাড়াও আমি হুমকিও দিইনি। তিনি পোস্ট পাওয়ার জন্যই এমন অভিযোগ করছেন। আর এখানেই উঠছে প্রশ্ন। ২০১৯ সালে শ্রীলতাহানির ঘটনা ঘটার এতদিন পর কেন অভিযোগ করলেন। মাঋের তিনটি বছর কেন তিনি কোনও রকম অভিযোগ করেননি। একাধিক প্রশ্নের সঞ্চার ঘটেছে। তবে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ক্রীড়া মহলে। কেন বারংবার এমন ঘটনা ঘটছে ভারতের ক্রীড়া মহলে? তবে এই ঘটনায় অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি।
For all the latest Sports News Click Here