মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২২ : ওয়ার্ম আপ ম্যাচে বেটসদের হারাল পাকিস্তান
শুভব্রত মুখার্জি: আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে মহিলা বিশ্বকাপের আসর। সেই উদ্দেশ্যেই সমস্ত দেশ পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ডে। একের পর এক দেশ মূলপর্বের প্রস্তুতি হিসেবে ওয়ার্ম আপ ম্যাচ খেলা ও শুরু করেছে। এরকম এক ওয়ার্ম আপ ম্যাচেই নিউজিল্যান্ড দলকে হারিয়ে দিল পাকিস্তান মহিলা দল। লিঙ্কনে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেল পাকিস্তান।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের মহিলা দল নির্ধারিত ৫০ ওভার পর্যন্ত খেলতেও পারেনি। মাত্র ৪৫ ওভার খেলেই তারা ২২৯ রানে অলআউট হয়ে যায়। এদিন ব্যাট করতে নেমে তারা হারায় তাদের স্টার ব্যাটার সুজি বেটসের উইকেট। মাত্র ৪ রান করে তিনি আউট হন। অপর ওপেনার সোফি ডিভাইন মাত্র ১ রান করে আউট হয়ার পরে ইনিংসের হাল ধরেন সাদারহোয়াইট। তিনি ৮৫ বলে ৮০ রানের একটি সাজানো ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গত দেন গ্রিন। তিনি আউট হন ৫৮ রান করে। লোয়ার অর্ডারে কেরের ২৭ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস কিউয়িদের ২২৯ রানে পৌঁছে দেয়। পাকিস্তানের হয়ে নাসরা সান্ধু সর্বোচ্চ ৪ টি উইকেট নেন।
জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ও ভাল হয়নি। ওপেনার নাহিদা খাতুন মাত্র ১ রান করে আউট হয়ে যান। অপর ওপেনার সিদরা আমিন ৪৭ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলের ভিত মজবুত করেন। দলের হয়ে সর্বোচ্চ রান করেন আলিয়া রিয়াজ। তিনি ৫২ বলে ৬২ রান করে অপরাজিত থেকে যান। তাকে যোগ্য সঙ্গত দেন নিডা ধর (৫৪), অধিনায়িকা বিসমাহ মাহরুফ (২৮) এবং ওমাইমা সোহেল (৩১)। ফলে ম্যাচের ৪ বল বাকি থাকতে ৪ উইকেট হাতে নিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
For all the latest Sports News Click Here