মহিলা আইপিএলের প্রক্রিয়া আমার আমল থেকেই শুরু হয়েছিল- WPL নিয়ে মুখ খুললেন সৌরভ
মহিলা আইপিএলের ৫টি দল ঘোষণার পর টুর্নামেন্টের প্রস্তুতি আরও গতি পেয়েছে। বিসিসিআই বিডিং এর মাধ্যমে পাঁচটি বড় কোম্পানির কাছে এই দলগুলিকে হস্তান্তর করেছে। এর পর এখন এই দলগুলোতে মহিলা ক্রিকেটার বাছাইয়ের জন্য নিলাম প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এদিকে, বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের কাছ থেকে এই লিগ নিয়ে একটি বড় প্রতিক্রিয়া এসেছে। মহারাজ বলেছেন যে মহিলা আইপিএল শুরু করার প্রক্রিয়াটি আমার আমল থেকেই শুরু হয়েছিল। এর বাইরে বিরাট কোহলিকে নিয়েও বিবৃতি দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সরস্বতী পুজোর দিন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলে সকালে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই অঞ্জলি দেন।
আরও পড়ুন… রোহিত আপিল প্রত্যাহার না করলে খুশি হতাম- শানাকার রান আউট প্রসঙ্গে ইয়ান চ্যাপেল
মহিলা আইপিএলের দল ঘোষণা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ বলেছেন, ‘আমি মহিলাদের ক্রিকেটের জন্য অনেক পরিশ্রম ও সময় দিয়েছি। জয় এবং আমি গত ৩ বছরে অনেক চেষ্টা করেছি। করোনা ২ বছর ধরে এসেছিল এবং সম্ভবত এই কারণে জিনিসগুলি আটকে গিয়েছিল। তিন বছরে মহিলা ক্রিকেটে অনেক উন্নয়ন দেখেছি। আমি মহিলা খেলোয়াড়, কোচ এবং কর্মীদের কৃতিত্ব দিই কারণ তারা দুর্দান্ত কাজ করেছে।’ মহিলা আইপিএল নিয়ে বলেন, ‘একসময় আমিও বোর্ড বিসিসিআই প্রেসিডেন্ট ছিলাম। সকলে মিলে মহিলা আইপিএলের জন্য কাজ করেছি। এখন সেটা শুরু হতে চলেছে। এর থেকে ভালো কিছুই হতে পারে না।’
আরও পড়ুন… টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা, IND vs NZ -এর T20I সিরিজ শুরু আগেই ছিটকে গেলেন রুতুরাজ
এছাড়াও কেকেআরের দল না পাওয়া ও প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্য়ায় বলেন, ‘কলকাতা বিড করেছিল। দল পায়নি সেটা হতেই পারে। তবে প্রতিযোগিতা ৫ দলে আটকে থাকবে না আরও বাড়বে তখন কলকাতা থেকে দল থাকবে বলে বিশ্বাস করি। সবে তো শুরু। এই মহিলা আইপিএলে ভবিষ্যতে পুরুষদের আইপিএলের মতই বড় হবে।’
বিরাট কোহলির ফর্মে ফিরে আসার বিষয়ে, সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘কোহলি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো করেছে এবং তাঁকে টেস্ট ক্রিকেটে আরও ভালো করতে হবে কারণ দল তাঁর পারফরমেন্সের উপর তাকিয়ে থাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ আসছে এবং আমি মনে করি খুব ভালো সিরিজ হবে। আমি চাই ভারত ও অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলুক।’ ভারতীয় দলের ওয়ানডে বিশ্বকাপ জেতার সম্ভাবনা সম্পর্কে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ভারতীয় দল খারাপ দল নয় এবং একটি শক্তিশালী দল। বিশ্বকাপ নিয়ে খুব বেশি চিন্তিত হওয়া উচিত নয়। তাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here