‘মহিলারাই মহিলা ক্রিকেটকে ভালো বোঝে’, এ বার প্রশাসনে আসাটাই আসল টার্গেট মিতালির
ক্রিকেটার জীবনে ইতি টেনেছেন। এ বার প্রশাসনে আসতে চান মহিলা দলের কিংবদন্তি মিতালি রাজ। গত ৯ জুন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর তার পর অনেকের প্রশ্ন ছিল, অবসরের পর মিতালি কি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবন? থাকলে কী ভূমিকায় থাকতে চাইবেন?
এই প্রসঙ্গে মিতালি সোজাসাপ্টা জানিয়ে দিলেন, তিনি বিসিসিআইয়ের প্রশাসনে আসতে আগ্রহী। তিনি চান, নিজের বিশাল অভিজ্ঞতা মহিলা ক্রিকেটের উন্নতিতে কাজে লাগাতে।
এই নিয়ে ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিতালি বলেছেন, ‘যদি আমার কাছে সু্যোগ আসে, আমি অবশ্যই প্রশাসনে আসতে পছন্দ করব। যেহেতু এত বছরের অভিজ্ঞতা রয়েছে আমার। খেলোয়াড় হিসেবে, খেলার নানা পর্যায়ের মধ্যে দিয়ে যাওয়ায়, আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’
আরও পড়ুন: সবসময় তুমি অনুপ্রেরণা জুগিয়েছ, বহু যুদ্ধের সঙ্গী মিতালির অবসরে আবেগঘন ঝুলন
আরও পড়ুন: সচিন-মিয়াঁদাদ-জয়সূর্যকে পিছনে ফেললেন মিতালি রাজ
এর সঙ্গেই মিতালি যুক্ত করেছেন, ‘মহিলারাই মহিলা ক্রিকেটকে ভালো বোঝে। যে কারণে সেই জায়গাটা কাজে লাগানো উচিত। দল ও ক্রিকেট মহলের সঙ্গে এর আগেও মহিলারা এত বছর ধরে জুড়ে রয়েছেন। যে ভাবে বেলিন্ডা ক্লার্ক নিজের অভিজ্ঞতার মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়াকে তৈরি করেছেন, বা ক্লেয়ার কনর ইসিবির হয়ে দারুণ কাজ করেছেন, যদি সুযোগ দেওয়া হয়, আমি নিশ্চিত মহিলারা মহিলা ক্রিকেটের জন্য অনেক ভালো কাজ করতে পারব।’
‘আমি সবে আমার অবসর ঘোষণা করেছি। তাই হয়তো ভবিষ্যত পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা করতে আমার আরও কিছু দিন সময় লাগবে। তবে এখন ভবিষ্যত নিয়ে না ভেবে আমি আমার ছুটি উপভোগ করতে চাই। আর কোনও ভাবনা ছাড়া প্রথম বারের মতো ছুটি উপভোগ করব। তবে আমি নিঃসন্দেহ খেলার সঙ্গেই জড়িত থাকতে চাই। কিন্তু আমার হাতে কী ক্ষমতা থাকে, সেটা দেখা যাক কী হয়!’
For all the latest Sports News Click Here