মহিলাদের IPL নিয়ে প্রশ্ন, স্মৃতির মুখে এক গাল হাসি- ভিডিয়ো
মহিলা আইপিএলকে ঘিরে বিশ্ব জুড়ে ক্রিকেট ভক্তরা তো বটেই, সবচেয়ে বেশি আগ্রহী মহিলা ক্রিকেটাররা। তারা একেবারে অধীর আগ্রহে টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় রয়েছে। মহিলা আইপিএল চালু করা নিয়ে বহু দিন ধরেই সরব বিশ্বের মহিলা ক্রিকেটাররা। বর্তমানে আইপিএলের বদলে তিনটি দল নিয়ে প্রতি বছর একটি মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়। কিন্তু বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এই বছরের শুরুতে জানিয়েছিলেন, ২০২৩ সাল থেকেই মহিলা আইপিএল চালু হতে চলেছে। সম্প্রতি জানা গিয়েছে, ২০২৩ সালের মার্চ মাসে বোর্ড বহু প্রতীক্ষিত মহিলা আইপিএলের জন্য উইন্ডো খোলা রাখছে। আর এই প্রসঙ্গে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভারতের তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা দুরন্ত প্রতিক্রিয়া দিয়েছেন।
এটি কেনিংটন ওভালে অনুষ্ঠিত ওভাল ইনভিন্সিবলস এবং সাউদার্ন ব্রেভের মধ্যে মহিলাদের শততম ম্যাচের পরের ঘটনা। সাউদার্ন ব্রেভের মেয়েরা ১২রানে জয় ছিনিয়ে নেন। মন্ধনা ২৫ বলে ৪৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। ম্যাচের পরে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, ‘আগামী বছর মহিলাদের আইপিএল শুরু হতে চলেছে। ঘরের মাঠেও কি একই রকম পারফরম্যান্স আশা করতে পারি?’
আরও পড়ুন: মেয়েদের IPL-এর টিম কিনতে আগ্রহী ধোনি, রোহিতদের দল, তালিকায় আরও এক হেভিওয়েট টিম
এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রতিবেদক মহিলা আইপিএলের কথা উল্লেখ করার সঙ্গে সঙ্গে মন্ধানার প্রতিক্রিয়াটি অসাধারণ ছিল। যা মন জিতেছে ক্রিকেট ভক্তদের। মন্ধানা বলেন, ‘আমি মনে করি, যখনই আমরা ঘরের মাঠে খেলি না কেন, ফর্ম্যাট নির্বিশেষে প্রচুর উৎসাহ থাকে। ভারতীয় ভক্তরা ক্রিকেট পছন্দ করেন এবং তাঁরা ওডিআই বা টি-টোয়েন্টি নির্বিশেষে আমাদের সমর্থন করতে এগিয়ে আসেন। তাই মহিলাদের আইপিএল দুর্দান্ত হবে।’
২০১৮ সাল থেকে মেয়েদের আইপিএলের বিষয়টি ঝুলে রয়েছে। বিসিসিআই এখনও পর্যন্ত মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের আয়োজন করে উঠতে পারেনি। তার মাঝে করোনা এসে পড়ায় পুরো বিষয়টি পিছিয়ে গিয়েছে। দাবি মেয়েদের আইপিএলের দাবি এতটাই তীব্র আকার নিয়েছে যে, পরের বছর থেকেই এই টুর্নামেন্ট চালু করার ইঙ্গিত দিয়েছে বিসিসিআই।
আরও পড়ুন: মেয়েদের IPL-এর দিনক্ষণ ঠিক করে ফেলেছে BCCI, কবে থেকে শুরু হবে টুর্নামেন্ট?
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘আমরা একটি পূর্ণাঙ্গ মহিলা আইপিএল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই টুর্নামেন্টটি অবশ্যই হবে। আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে, পরের বছর অর্থাৎ ২০২৩ সালে মহিলাদের আইপিএল শুরু করার জন্য খুব ভালো সময় হবে, যা পুরুষদের আইপিএলের মতোই বড় এবং দুর্দান্ত সফল হবে।’
পরে মে মাসে বিসিসিআই সচিব জয় শাহ পিটিআই-কে বলেন, ‘স্টেকহোল্ডারদের কাছ থেকে আমরা যে ধরনের প্রতিক্রিয়া পেয়েছি, তাতে আমি রোমাঞ্চিত। একাধিক আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল মেয়েদের আইপিএল নিয়ে আগ্রহ দেখিয়েছে।’
For all the latest Sports News Click Here