মহিলাদের IPL এর আগেই ঘরোয়া T20 চ্যালেঞ্জ, চার দলে একাধিক বাংলার তারকা
অল ইন্ডিয়া সিলেকশন কমিটি সিনিয়র মহিলাদের মধ্যে খেলার জন্য টি-টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফির জন্য দল ঘোষণা করেছে। এই টুর্নামেন্টের জন্য চারটি দল নির্বাচন করা হয়েছে। যাদের মধ্যে ২০ নভেম্বর থেকে বাইশ গজের লড়াই শুরু হবে। এই দলগুলো হবে ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি এবং ইন্ডিয়া ডি। টুর্নামেন্টের জন্য নির্বাচিত চারটি দলে মোট ৫৬ জন খেলোয়াড়কে ভাগ করা হয়েছে।
ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে পুনম যাদবের হাতে। ‘বি’ দলের অধিনায়ক দীপ্তি শর্মার হাতে থাকবে। ভারত ‘সি’ দলের অধিনায়কের ভূমিকায় থাকবেন পূজা ভাস্ত্রকার। যেখানে ভারতের ‘ডি’-এর লাগাম সামলাতে দেখা যাবে স্নেহ রানাকে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক চারটি দলের ক্রিকেটারদের।
আরও পড়ুন… ওয়ার্নার-ট্রেভিস-স্মিথের ব্যাটে ফিকে মালানের লড়াই, ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া
৪টি দল ৫৬ জন খেলোয়াড়কে ১টি টুর্নামেন্ট খেলতে দেখা যাবে।
ভারত ‘এ: পুনম যাদব (অধিনায়ক), হারলিন দেওল (সহ-অধিনায়ক), মুসকান মালিক, এস. সাজনা, আমানজোত কৌর, দিশা কাসাট, শ্রীয়াঙ্কা পাতিল, শিকা ইশাকি, মেঘনা সিং, অঞ্জলি শরওয়ানি, সাহানা পাওয়ার, নাজাহাত পারভীন, শিবালি শিন্ডে, এস. আনুশা
আরও পড়ুন… পুনম যাদবের নেতৃত্বে সিনিয়র মহিলা আন্ত: জোনাল টি ২০তে চ্যাম্পিয়ন হল মধ্যাঞ্চল
ইন্ডিয়া ‘বি’: দীপ্তি শর্মা (অধিনায়ক), শেফালি বর্মা (সহ-অধিনায়ক), ধারা গুজ্জর, যুবশ্রী, অরুন্ধতী রেড্ডি, নিশা চৌধুরী, হুমাইরা কাজী, দেবিকা বৈদ্য, এসএস কালাল, মনিকা প্যাটেল, এসএল মীনা, সিমরান দিল বাহাদুর, তানিয়া স্বপ্না ভাটিয়া, লক্ষ্মী যাদব
ভারত ‘সি’: পূজা ভাস্ত্রকার (অধিনায়ক), এস. মেঘনা (সহ-অধিনায়ক), প্রিয়া পুনিয়া, সিমরান শেখ, তারারনুম পাঠান, কেপি নাভিগিরে, অঞ্জলি সিং, রাশি কানৌজিয়া, সরনিয়া গাদওয়াল, কীর্তি জেমস, কোমল জানজাদ, আজিমা সাংমা, রিচা ঘোষ, মমতা
ইন্ডিয়া ‘ডি’: স্নেহ রানা (অধিনায়ক), জেমিমা রডরিগেজ (সহ-অধিনায়ক), অশ্বিনী কুমারী, ডি. হেমলতা, কণিকা আহুজা, জাসিয়া আখতার, ইয়াস্তিকা ভাটিয়া, প্রিয়াঙ্কা প্রিয়দর্শিনী, শিখা পান্ডে, এসবি পোখরকর, রানুকা সিং, রাজেশ্বরী গায়কওয়াড়, সুষমা ভার্মা
এই টুর্নামেন্টটি শুরু হবে ২০ নভেম্বর থেকে। এটা স্পষ্ট যে টুর্নামেন্টের প্রতিটি দলে ১৪ জন করে খেলোয়াড় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই টুর্নামেন্টের লড়াই হবে ২০ নভেম্বর থেকে। ২০ নভেম্বর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে ভারত ‘এ’ মুখোমুখি হবে ভারত ‘সি’ দলের। মানে পুনম যাদবের দল প্রতিদ্বন্দ্বিতা করবে পূজা বস্ত্রকারের দলের সঙ্গে। দ্বিতীয় ম্যাচে ভারত ‘বি’ দলের প্রতিদ্বন্দ্বিতা হবে ভারত ‘ডি’ দলের। মানে স্নেহ রানার নেতৃত্বে দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দীপ্তি শর্মার দল।
For all the latest Sports News Click Here