মহালয়ায় দেবী দুর্গার সাজে শুভশ্রীকে দেখে চটল মিঠাই-ভক্ত, ‘অভিনয় পারে না, শুধু…’
প্রথমে শোনা গিয়েছিল দর্শকদের প্রিয়া ‘মিঠাই’ মানে সৌমিতৃষা কুণ্ডু এবারে মা দুর্গা সাজবেন মহালয়ায়। তবে পরে জানা যায়, আগের বছরের মতো এবারও সেই দায়িত্ব চেপেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাঁধেই। বুধবার চ্যানেলের তরফ থেকে এবারের মহালয়ার এক ঝলকও সামনে আনা হল।
এবারের মহালয়ার প্রভাতঅনুষ্ঠানের নাম ‘সিংহবাহিনী ত্রিনয়নী’। যেখানে অসুরবধের এক ঝলক দেখানো হয়েছে। সঙ্গে শুভশ্রীর এবারের লুকও। ‘সিংহবাহিনী ত্রিনয়নী’-তে শিবের চরিত্রে দেখা যাবে রুবেল দাসকে। অসুরের ভূমিকায় থাকছেন না কোনও অভিনেতা, থাকছেন এক নৃত্যশিল্পীকে। আর পার্বতী হচ্ছেন শ্বেতা ভট্টাচার্য। ২৫শে সেপ্টেম্বর, রবিবার ভোর ৫টায় সম্প্রচারিত হবে মহালয়া। আরও পড়ুন: করিনা-আলিয়ারা যেখানে বলছে, ‘ইচ্ছে না হলে দেখবেন না’, শাহরুখ বলছে ‘দর্শকরাই সব’
তবে শুভশ্রীকে দেবী দুর্গার সাজে দেখে এল মিশ্র প্রতিক্রিয়া। যদিও ভক্তরা তো নায়িকার তেজ, নাচের স্টেপে বুঁদ। অধীরে অপেক্ষা করছেন কবে আসবে মহালয়া তাঁর জন্য। জনৈকর মন্তব্য, ‘ ২০১৯-এর মতো চোখে জল এসে গেল! ত্রিশূল নিয়ে যে লাফটা দিল সেটা জাস্ট দেখার মতো। কী অসাধারণ তেজ!’
আর অন্য দিকে একাংশের মত, ‘আরও তো অনেক নায়িকারা ছিল, তাদের সবাইকে বাদ দিয়ে শুভশ্রী কে কোনও মা দুর্গা করা হল। একদমই মানাচ্ছে না।’ এক মিঠাই-ভক্ত লিখলেন, ‘যে মেয়েটা চ্যানেলকে এত টিআরপি এনে দেয় তাঁকে বাদ দিয়ে কেন নেওয়া হল শুভশ্রীকে। ও তো অভিনয়ই করতে পারে না। শুধু ওই চোখ গোল গোল।’ কেউ কেউ আবার মনে করছেন, একেক বছর একেক নায়িকা দুর্গা হলে দেখতে আরও ভালো লাগে। আরও পড়ুন: বেবিবাম্প দেখানোয় করিনা-বিপাশাদের নির্লজ্জ বললেন KRK, প্রশংসা সাউথের হিরোর বউদের
২০২০ সালে ছেলে ইউভানের জন্ম দিয়েছেন শুভশ্রী। সেই সময়ও ওজন বেড়ে যাওয়া নিয়ে তাঁকে সহ্য করতে হয় ট্রোলিং। যদিও খুব জলদিই ফেরেন কাজে। প্রথমে ডান্স বাংলা ডান্সের বিচারক হয়ে, তারপর আসে ‘হাবজি-গাবজি’, ‘ধর্মযুদ্ধ’র মতো সিনেমা। এরপর অভিনেত্রীকে দেখা যাবে ‘বউদি ক্যান্টিন’, ‘ডক্টর বক্সী’-তে। মহালয়ার দেবী দুর্গা রূপে তাঁকে এই নিয়ে ষষ্ঠবার দেখা যাবে। আর সেই প্রসঙ্গে শুভশ্রী বললেন, ‘আমি বরাবরই সাহসী। মা হওয়ার পর আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। মা দুর্গার আত্মবিশ্বাসের সঙ্গে কোথাও সেটা মিলে যায়।’
For all the latest entertainment News Click Here