‘মহারাজ একী সাজে…’, এবার দেবরাজ ইন্দ্রর বেশে আসছেন যিশু সেনগুপ্ত
একেবারেই রাজকীয় সাজ। স্বর্ণালঙ্কারে মোড়া গোটা শরীর, মাথায় সোনার মুকুট, কাপলে লাল তিলক, সিংহাসনে বসে রয়েছেন যিশু বলস সেনগুপ্ত। আছমকা দেখে চমকে যেতে হয়। এ কেমন সাজ! নেটপাড়ার কিছু লোকজন কেউ কেউ তো বলেই ফেললেন ‘মহারাজ এ কী সাজে এলে হদয়পুর মাঝে!’ কিন্ত নাহ, যিশু র এই সাজ কোনও মহারাজার বেশ নয়। এ বেশ দেবরাজ ইন্দ্রের।
বাংলা, হিন্দি ও দক্ষিণী ছবিতেও চুটিয়ে কাজ করছেন যিশু সেনগুপ্ত। সম্প্রতি সামনে আসা যিশুর এই লুক ‘শকুন্তলম’ ছবির। যিশু সেনগুপ্ত যে গুণশেখর ‘শকুন্তলম’ ছবিতে অভিনয় করতে চলেছেন, এ খবর বহু পুরনো, তবে কোন চরিত্রে তাঁকে দেখা যাবে, তা স্পষ্ট ছিল না। সম্প্রতি যিশু সেনগুপ্তের জন্মদিনে নির্মাতাদের তরফে তাঁর লুক ও চরিত্র নির্মাতারা প্রকাশ্যে আনেন। যেটি কিনা আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে। প্রথমে যদিও ‘শকুন্তলম’ মুক্তির কথা ছিল চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি, পরে মুক্তির দিন পিছিয়ে যায়।
আরও পড়ুন-‘আদিরাকে আমার থেকে দূরে থাকা অভ্যেস করতে হবে’, মেয়েকে নিয়ে কেন একথা বললেন রানি?
প্রসঙ্গত কালীদাসের ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে ‘শকুন্তলম’ ছবিটি বানিয়েছেন পরিচালক গুণশেখর। ছবিতে মহারাজ দুষ্মন্তের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা দেব মোহন। ‘শকুন্তলা’র ভূমিকায় দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে।এখানে মোহন বাবু হচ্ছেন ঋষি দুর্বাষা, অনসূয়ার চরিত্রে থাকছেন অদিতি বালান, প্রিয়মবদার চরিত্রে থাকছেন অনন্যা নাগাল্লা, গৌতমী রূপে দেখা যাবে অভিনেত্রী গৌতমীকে, কন্ব ঋষির চরিত্রে দেখা যাবে সচিন খেদেকর-কে। এছাড়াও ছবিতে অভিনয় করছেন কবীর বেদী। এছাড়াও অন্যান্যা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আরও কিছু তারকা। এদিকে এই ছবির হাত ধরেই অভিনয় দুনিয়ায় ডেবিউ করছেন অল্লু অর্জুনের ছেলে অল্লু অরহা। দুষ্মন্ত ও শকুন্তলার ছেলে ভরতের চরিত্রে দেখা যাবে তাঁকে। শকুন্তলা মুক্তি পাবে তামিল, তেলগু, কন্নড়, মালায়লম, হিন্দি সহ মোট ৫টি ভাষায়।
প্রসঙ্গত ‘শকুন্তলম’ যিশুর প্রথম দক্ষিণী ছবি নয়, এর আগে চিরঞ্জীবী অভিনীত ‘আচার্য’, ‘নিতিন’ এবং রশ্মিকা মান্দানা অভিনীত ‘ভীষ্ম’, নানির ‘শ্যাম সিংহ রায়’ এবং ‘থালাইভি’ সহ বেশ কয়েকটি দক্ষিণের ছবিতে ইতিমধ্যেই দেখা গেছে যিশুকে।
For all the latest entertainment News Click Here