‘মহাভারত’-এ অভিনয় করতে চান সইফ! তবে তার জন্য বিশেষ এক শর্ত রেখেছেন অভিনেতা
বলিউডে প্রায় তিন দশক পার। নানা ধরনের চরিত্রে পর্দায় মেলে ধরেছেন নিজেকে। পেয়েছেন একাধিক পুরস্কারও। এ হেন সইফ আলি খানের স্বপ্নের চরিত্র কোনটি? সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন অভিনেতা।
১৯৯৯ সাল। অজয় দেবগণের সঙ্গে ‘কাচ্চে ধাগে’ ছবিতে অভিনয় করছিলেন সইফ। আর তখনই ‘মহাভারত’-এ কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সহকর্মীর কাছে। সইফ চান, হলিউডের ‘দ্য লর্ড অফ দ্য রিংস’-এর মতো বড় করে পর্দায় তুলে ধরা হোক এই ভারতীয় মহাকাব্য। অভিনেতা বলেন, ‘কেউ যদি ‘লর্ড অফ দ্য রিংস’-এর মতো তৈরি করে মহাভারত তৈরি করেন, তা হলে আমি অভিনয় করব। অজয়ের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। আমার মনে হয়, আমাদের প্রজন্মে এটাই সকলের স্বপ্নের প্রোজেক্ট। সবাই মহাভারতে কাজ করতে চান।’
আরও যোগ করলেন সইফ। বললেন, ‘বলিউড আর দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে ছবিটি তৈরি হবে। অথবা অন্য কোনও ভাবে করলেও হবে। শুধু এই ছবিটি বড় করে তৈরি করা দরকার।’
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ‘বিক্রম বেদা’। গায়ত্রী-পুষ্কর পরিচালিত এই অ্যাকশন-থ্রিলারে হৃতিক রোশনের সঙ্গে অভিনয় করেছেন সইফ। বক্স অফিসে মোটামুটি ব্যবসা করছে ছবিটি।
(আরও পড়ুন: হিন্দু দেবতাদের বিকৃত করার অভিযোগ ‘আদিপুরুষ’-এ, আইনি পদক্ষেপের হুমকি মন্ত্রীর)
ইতিমধ্যেই আবার প্রকাশ্যে এসেছে সইফের পরের ছবি ‘আদিপুরুষ’-এর টিজার। ‘রামায়ণ’-এর উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে লঙ্কেশের ভূমিকায় দেখা যাবে তাঁকে। মুক্তির আগেই যদিও একাধিক বিতর্কে জড়িয়েছে ‘আদিপুরুষ’। ছবির পোস্টার থেকে দৃশ্য— সব কিছুই ‘নকল’ করার অভিযোগ উঠেছে নির্মাতাদের বিরুদ্ধে।
For all the latest entertainment News Click Here