‘মহাপুরুষ নন’, বুদ্ধদেবকে কটাক্ষ কুণালের! রাণা লিখলেন, ‘চোরকে চোর বলতে নেই…’
গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কুণাল সরকারের বিতর্কিত মন্তব্য ঝড় তুলেছে খোদ রাজনৈতিক মহলে। বিরোধী পক্ষ থেকে শুরু করে শাসক দলের বিভিন্ন নেতারা যখন বুদ্ধবাবুর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই বর্ষীয়ানকে। সেখানে কুণালের ‘মুখের ভাষা’ শুনে অনেকেই প্রশ্ন তুলেছেন তাঁর রুচিবোধ নিয়ে। সোমবার কুণালকে সমালোচনা করলেন টলিউডের প্রযোজক রাণা সরকার।
বুদ্ধদেবের নামে কী বলেছিলেন কুণাল?
কুণাল সম্প্রতি বক্তব্য রাখেন, ‘বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ হয়ে উঠুন। কিন্তু দয়া করে আদিখ্যেতার করে ওঁকে মহাপুরুষ বানাবেন না। উনি সিপিএম আর ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে বহু ক্ষতি হয়েছে।’ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতায় কুণালের এই ধরনের মন্তব্যে নিন্দা করেছেন অনেকেই।
রাণা সরকারের ফেসবুক পোস্ট
রাণা সোমবার ফেসবুকে বুদ্ধদেব আর কুণালকে নিয়ে করলেন একটি পোস্ট। তিনি লিখলেন, ‘‘বিশ্বাস করুন আপনাকে কেউ ‘চোর’ বললে আপনার যতটা দুঃখ বা লজ্জা হয়, বুদ্ধদেব বাবুকে কেউ ‘মহাপুরুষ’ বললে ওনার ঠিক ততটাই দুঃখ বা লজ্জা হবে। আপনার তবু উপায় আছে আইন আদালতের মাধ্যমে প্রমান করার যে আপনি ‘চোর’ নন, বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে কিন্তু কোনো রাস্তা নেই প্রমান করার যে উনি ‘মহাপুরুষ’ নন।’’ আরও পড়ুন: নন্দনে চলচ্চিত্র উৎসবে ফোন চুরি! তবে মন চুরি নয় শরিফুলের! কী বললেন পরীমণিকে
এরপর কুণালকে আরও ঠুঁকে রাণা লিখলেন, ‘বুদ্ধদেব বাবুর অসুস্থতার সময় তিনি ‘মহাপুরুষ’ কিনা সেই নিয়ে আলোচনাটাও অমানবিক একটা বিষয়। ছোটবেলা থেকে বাবা মা শিখিয়েছিলেন ‘কানা কে কানা বা খোঁড়া কে খোঁড়া’ মুখের ওপর বলতে নেই। তাই কাউকে চোর বা কাউকে মহাপুরুষ, এমনকি সেগুলো সত্যি হলেও মুখের ওপর বলা উচিত না। আশাকরি আমার পয়েন্টটা বোঝাতে পারলাম।’
আপাতত হাসপাতাল সূত্রে খবর, সিটি স্ক্যানের রিপোর্টে বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসে ফাইব্রসিস ধরা পড়েছে। দীর্ঘদিন ধরে তিনি সিওপিডির রোগী, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে দীর্ঘকাল ধরে। শনিবার ফুসফুসে গুরুতর সংক্রমণ নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভরতি হন। সোমবার সকাল ৭টা ২০ নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যর সিটি স্ক্যান হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তাঁর ফুসফুসে আর নতুন কোনও সংক্রমণ বাড়েনি। তবে তাঁকে দেওয়া অ্যান্টিবায়োটিক কাজ করছে বলেই খবর। আশার কথা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর চেতনা ফিরেছে। তিনি হাত নেড়ে ইশারায় সম্পূর্ণভাবে সাড়া দিচ্ছেন।
For all the latest entertainment News Click Here