‘মহানায়ক’কে শ্রদ্ধা দুই নাতির, গান গাইলেন সৌরভ, আর গৌরব জানালেন…
আজ ২৪ জুলাই ‘মহানায়ক’ উত্তম কুমারের মৃত্যু দিন। আজ থেকে ৪৩ বছর আগে ১৯৮০ সালের ঠিক এই দিনটিতেই (২৪ জুলাই) রাত সাড়ে নয়টা, বলা ভালো ৯.৩৫ মিনিটে ঘুমের দেশে পাড়ি দেন মহানায়ক। আজ, তাঁর মৃত্যুবার্ষিকীতে অনেকেই যে যাঁর নিজের মতো করে চিরকালের প্রিয় তারকাকে শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রদ্ধা জানিয়েছেন মহানায়কের দুই নাতি গৌরব ও সৌরভ।
এদিন নাতি গৌরব চট্টোপাধ্যায় দাদু, মহানায়ক উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর ছবি ‘অতি উত্তম’ মুক্তির দিন ঘোষণা করেন। গৌরব (উত্তম কুমারের ছেলে গৌতমের পুত্র) সোশ্যাল মিডিয়ার হাত ধরে জানান, ‘অতি উত্তম’ আসছে চলতি বছরের ডিসেম্বরে। যে ছবির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার নিজেই। হ্য়াঁ, ঠিকই শুনছেন। তবে এর পিছনে অবশ্য বিশেষ কারিকুরি রয়েছে। উত্তম কুমারের ছবির বিভিন্ন ক্লিপিংস কেটে তৈরি করা হয়েছে তাঁর চরিত্রটি। মহানায়কের নাতির চরিত্রে অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-কলকাতায়-রণবীর আলিয়া, দুর্গাপুজোর আবহে তৈরি ‘ধিন্ডোরা বাজে রে’! হাজির চূর্নী-টোটা
আরও পড়ুন-ডবল ধামাকা! শাহরুখের ‘জওয়ান’-এর সঙ্গেই আসছে সলমনের টাইগার-৩?
এদিকে মহানায়কের মৃত্যু বার্ষিকীতে দাদুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাঁর আরও এক নাতি সৌরভ। তবে একটু অন্যভাবে। মহানায়কের ছবির গান গেয়ে দাদুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়। ১৯৫৮ সালে মুক্তি পাওয়া উত্তম-সুচিত্রার ছবি ‘ইন্দ্রাণী’ থেকে ‘সূর্য ডোবার পালা আসে যদি আসুক, বেশ তো’ গাইতে শোনা গিয়েছে সৌরভকে। ছবিতে মূল গানটি গেলেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সৌরভের গলায় এই গান শুনে নেট নাগরিকদের অনেকেই তাঁর গানের প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, সৌরভ হলেন উত্তম কুমারের ভাই তরুণ কুমারের নাতি। তরুণ কুমার ও সুব্রতা দেবীর একমাত্র মেয়ে ঝিমলি বন্দ্যোপাধ্যায়ের মেয়ের ছেলে হলেন সৌরভ। তিনিও অভিনয় দুনিয়ার সঙ্গে জড়িত। বেশ কিছু বাংলা ধারাবাহিক ও বাংলা ছবি ‘বাইসাইকেল’-এ অভিনয় করেছেন।
For all the latest entertainment News Click Here