‘মহানন্দা’য় মহাশ্বেতা গার্গী রায়চৌধুরী, সেরা অভিনেত্রী হিসেবে পেলেন পুরস্কার
অটোয়া ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন গার্গী রায়চৌধুরী। অরিন্দম শীলের সিনেমা ‘মহানন্দা’-তে অভিনয়ের জন্য এই পুরস্কার পান অভিনেত্রী।
পুরস্কার হাতে নেটমাধ্যমের পাতায় ছবিও শেয়ার করেছেন গার্গী। টুইটারে একাধিক ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘এটা জানাতে অত্যন্ত গর্ব এবং আনন্দ লাগছে যে মহানন্দ চলচ্চিত্রের জন্য সম্মানজনক অটোয়া ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং OIFFA-তে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছি। কৃতজ্ঞ।’ আরও পড়ুন: ব্যাকলেস ব্লাউজ, আইভরি রঙা শাড়িতে ঝলমল করছেন মিমি! চোখ সরানো দায় নেটিজেনের
মহাশ্বেতা দেবীর জীবন নির্ভর ছবি ‘মহানন্দা’। ছবির পরিচালনার দায়িত্বে অরিন্দম শীল। ‘মহানন্দা’য় মহাশ্বেতা দেবীর আদলে তৈরি চরিত্রে গার্গী রায়চৌধুরীর পাশাপাশি অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার, ইশা সাহা, অর্ণ মুখোপাধ্যায় প্রমুখ। আরও পড়ুন: নীতুর জন্মদিনে পানীয়ের গ্লাস হাতে রেখা, কেক খাওয়ানোর পুরনো ছবি ভাইরাল
ফ্রেন্ডস কমিউনিকেশনস প্রযোজিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন শুভেন্দু দাশমুন্সি ও অরিন্দম শীল। এই ছবিতেও সঙ্গীত পরিচালনার দায়িত্বে বিক্রম ঘোষ। ২০১৯ সাল থেকে অক্লান্ত পরিশ্রম, করোনা কাঁটাকে সঙ্গে নিয়ে তৈরি হয়েছে ‘মহানন্দা’।
পুরস্কার পেয়ে গার্গী বলেন, তিনি ‘মহানন্দা’ দলের প্রতিটি সদস্যের সঙ্গে সম্মান ভাগ করে নিতে চান। আরও বলেছেন, বেশ কয়েকজন অসামান্য অভিনেত্রী একই বিভাগে মনোনীত হয়েছিলেন, সেক্ষেত্রে এই পুরস্কারটি তাঁর কাছে বিশেষ। আরও পড়ুন: ‘আমরা কৃতজ্ঞ’,অন্তঃসত্ত্বা হয়েছেন জেনে স্বামীকে নিয়ে একজনের কাছে ছুটে যান বিপাশা
উল্লেখ্য, এই ছবিতে ‘বিদ্রোহী’ লেখিকাকে নিজের মধ্যে ধারণ করেছেন গার্গী, আর এই কাজে তাঁকে অনন্যা করে তুলেছেন রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু। রামপুরহাটের ফুটন্ত গরমে হয়েছে এই ছবির শ্যুটিং। ছবির জন্য প্রতিদিন আড়াই ঘণ্টা ধরে মেকআপ চলত নায়িকার। মুখভর্তি বলিরেখা, সাদা চুলে ছবিতে দেখা মিলেছে গার্গীর। আপাতত শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী।
For all the latest entertainment News Click Here