মহাকালেশ্বর মন্দিরে বিরাট-অনুষ্কার পুজো দেওয়া নিয়ে কী বক্তব্য কঙ্গনার? লিখলেন…
বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্ট ম্যাচের আগে মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন। আপাতত সেই ছবি-ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। দেখে নিন মন্দিরে বিরাট-অনুষ্কার পুজো দেওয়া নিয়ে কী বলছে ‘কনট্রোভার্সি কুইন’।
বিরাট-অনুষ্কার মন্দিরের ভিডিয়ো শেয়ার করে কঙ্গনা দম্পতির অনেক প্রশংসা করেছেন। ‘পাওয়ার কাপল’ বলেও সম্বোধন করেছেন। সঙ্গে বলেছেন, বিরাট-অনুষ্কার এই সফর মন্দির এবং রাজ্যে পর্যটন বাড়াতে সাহায্য করবে এবং এর ফলে ‘দেশের অর্থনীতি’ জোরদার হবে।
ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁদের ভিডিয়ো শেয়ার করে আনুষ্কা এবং বিরাট সম্পর্কে কঙ্গনা লিখেছেন, ‘এই পাওয়ার কাপল খুব ভালো একটি ভাল উদাহরণ স্থাপন করছে। এটি কেবল যে তাদের মহাকাল (ভগবান শিবের) আশীর্বাদ দেয় তা নয়, সঙ্গে এটি ধর্ম ও সভ্যতাকে মহিমান্বিত করে এবং যা সনাতনের উপর নির্মিত। এছাড়াও ক্ষুদ্র স্তরে এটি মন্দির/রাজ্যে পর্যটন বাড়ায় এবং সর্বোপরি জাতিকে তার আত্মসম্মান এবং অর্থনীতি উভয় ক্ষেত্রেই সাহায্য করে।’ কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি হাততালির ইমোজিও যোগ করেছেন এই লেখার সঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় বিরাট ও অনুষ্কার যে ভিডিয়োগুলি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে দুজনে মন্দিরের ভিতরে বসে পুজো করছেন অন্য ভক্তদের সঙ্গে। ইন্দোরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচের একদিন পর শনিবার সকালে তারা উজ্জয়িনী মন্দিরে যান। ‘আমরা এখানে প্রার্থনা করতে এসেছি এবং মহাকালেশ্বর মন্দিরে খুব ভালো দর্শন পেয়েছিলাম’, বলেন অনুষ্কা সংবাদসংস্থা এএনআইকে।
বিরাট-অনুষ্কার আধ্যাত্মিক চর্চা এই প্রথম নয়। বছরের শুরুতে তারা মেয়ে ভামিকা কোহলিকে সঙ্গে নিয়ে ঋষিকেশ এবং বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে থাকাকালীন যান বাবা নিম করোলির আশ্রমেয। এবং ঋষিকেশে তারা স্বামী দয়ানন্দ আশ্রমে যান।
বছর পাঁচেক প্রেম করার পর অনুষ্কা ও বিরাট ২০১৭ সালে ইতালিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। এরপর ২০২১ সালের জানুয়ারিতে কন্যা ভামিকাকে স্বাগত জানায় দম্পতি।
অনুষ্কাকে শেষ দেখা গিয়েছে জিরো ছবিতে শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে। ভাই করনেশ শর্মার কালা-তে কেমিও করেন ২০২২ সালে। তাঁর ‘ঘোড়ে পে সাওয়ার’ গানটি তো সুপার ডুপার হিট। মুক্তির অপেক্ষায় চাকদা এক্সপ্রেস, ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে তিনি মুখ্য চরিত্রে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here