মস্ত ভুল করেছে অস্ট্রেলিয়া, স্মিথদের ভরাডুবিতে অবাক নন ক্লার্ক, কোন দিকে ইঙ্গিত?
অস্ট্রেলিয়ার প্রাক্তন হেড কোচ ড্যারেন লেম্য়ানের সুরে গলা মেলালেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার ভরাডুবির জন্য টিম ম্যানেজমেন্টের মস্ত এক ভুলকে দায়ি করলেন তিনি।
ক্লার্ক মনে করছেন যে, ভারত সফরে এসে কোনও প্রস্তুতি ম্যাচ না খেলা অস্ট্রেলিয়ার বিরাট ভুল হয়েছে। তাছাড়া তিনি প্রশ্ন তোলেন স্পিনারদের বিরুদ্ধে অজি ব্যাটসম্যানদের টেকনিক নিয়েও।
বিগ স্পোর্টস ব্রেকফাস্টে অস্ট্রেলিয়ার খারাপ পারফর্ম্যান্স নিয়ে ক্লার্ক বলেন, ‘যা দেখছি তাতে আমি মোটেও অবাক নই। কারণ আমরা কোনও প্রস্তুতি ম্যাচই খেলিনি। এটা বিরাট, বিরাট, বিরাট ভুল। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ওদের অন্তত একটি অনুশীলন ম্যাচ খেলা উচিত ছিল।’
ক্লার্ক আরও বলেন, ‘শট নির্বাচনেও ওদের মস্ত গলদ রয়েছে। ইনিংসের শুরুতে সুইপ শট খেলা কখনই উচিত নয়। ওটা সুইপ খেলার আদর্শ সময় নয়। স্পিনের বিরুদ্ধে ইনিংসের শুরুতে রিভার্স সুইপ খেলার কথা তো কোনওভাবেই ভাবা উচিত নয়।’
আরও পড়ুন:- IND vs AUS: তুরুপের তাস অক্ষর, আগের থেকেও ভয়ঙ্কর জাদেজা, দিল্লি টেস্টে ভারতের সেরা ৫ প্রাপ্তিতে চোখ রাখুন
এর আগে সিডনি মর্নিং হেরাল্ডের আলোচনায় লেম্যানও ভারতে এসে অস্ট্রেলিয়া দলের প্র্যাক্টিস ম্যাচ না খেলা নিয়ে সমালোচনা করেন। তাছাড়া আগেভাগে ভারতে না এসে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিগ ব্যাশ লিগ খেলা নিয়েও অসন্তুষ্ট ছিলেন তিনি।
লেম্য়ান বলেন, ‘ভারতে পা দিয়ে অস্ট্রেলিয়ার একটা প্রস্তুতি ম্যাচ খেলা উচিত ছিল। ওরা সেটা করেনি কারণ গতবার সবুজ পিচে প্র্যাক্টিস ম্যাচ খেলতে দেওয়া হয়েছিল। তবু বলব যে, গরমের মধ্যে দীর্ঘ সময় ব্যাট করা এবং বলের সঙ্গে সড়গড় হয়ে ওঠার জন্য প্রস্তুতি ম্যাচের বিকল্প নেই। ওরা ভারতে গিয়ে প্র্যাক্টিস ম্যাচ খেলার বদলে বিগ ব্যাশ লিগে পড়ে থাকাই ভালো মনে করে।’
আরও পড়ুন:- AFG vs UAE: হতাশার হার থেকে ঘুরে দাঁড়াল আফগানিস্তান, করিম ঝড়ে সিরিজ জয় রশিদদের
ভারত সফরে আসার আগে অস্ট্রেলিয়া দল নর্থ সিডনি ওভালে সংক্ষিপ্ত প্রস্তুতি শিবির আয়োজন করে। যদিও সেখানে আগাগোড়া সব ক্রিকেটার উপস্থিত ছিলেন না। পরে ভারতে এসে সংক্ষিপ্ত সময়ের জন্য আরও একটি প্রস্তুতি শিবিরে নিজেদের গা ঘামিয়ে নেন অজি ক্রিকেটাররা।
যদিও স্মিথদের প্রস্তুতি যে যথাযথ ছিল না, সেটা বোঝা যায় সিরিজের প্রথম ২টি টেস্টেই। নাগপুর ও দিল্লির ২টি টেস্টেই স্পিনারদের সামনে আত্মসমর্পণ করতে দেখা যায় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়েছে ইতিমধ্যেই। বাকি ২টি টেস্টে ঘুরে দাঁড়াতে না পারলে বড়সড় লজ্জার মুখে পড়তে হতে পারে কামিন্সদের।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here