মলদ্বীপে জন্মদিন সেলিব্রেশন, ভাইবোন মিলে দিদি ক্যাটরিনাকে দিলেন এই সারপ্রাইজ
চল্লিশে পা দিয়েছেন ক্যাটরিনা কাইফ। ১৬ জুলাই দিনটি তাই একটু বিশেষ ছিল অভিনেত্রীর পরিবারের কাছে। ক্যাটরিনার জন্য় বিশেষ আয়োজন করেছিলেন তাঁরা। খামতি রাখেননি সারপ্রাইজেও।
বোনের জন্মদিন উপলক্ষে ক্যাটরিনার ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেল এবং বোন ইসাবেল কাইফ কাস্টম টি-শার্ট পরেছিলেন। টি-শার্টে তরুণী ক্যাটরিনার ছবি রয়েছে। তাঁদের বন্ধু তথা অভিনেতা অঙ্গিরা ধর, মলদ্বীপে ক্যাটরিনার জন্মদিন উদযাপনের একটি ছবি শেয়ার করার শুভেচ্ছা জানিয়েছেন। আরও পড়ুন: আম্বানি-আদানিরা নন, বিশ্বের সবথেকে দামি প্রাইভেট জেটের মালিক এই ব্যবসায়ী
ক্যাটরিনার স্বামী ভিকি কৌশলও ক্যাটরিনার জন্মদিনে মলদ্বীপ সফর থেকে অভিনেত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ইয়ট থেকে ছবি শেয়ার করে জানিয়েছেন শুভেচ্ছাও। বেশ কয়েক বছর গোপনে প্রেম করবার পর ২০২১ সালের ডিসেম্বরে রাজকীয় বিয়ে সারেন ভিকি কৌশল ও ক্য়াটরিনা কাইফ। সাগরপাড়ে জমে উঠেছে ক্য়াটরিনার জন্মদিনের সেলিব্রেশন।
সেবাস্তিয়ান লরেন্ট মিশেল, ইসাবেল কাইফ এবং অঙ্গিরা ধর ক্যাটরিনা কাইফের জন্য সুন্দর সারপ্রাইজ রেখেছিলেন এ বছর জন্মদিনে। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবিগুলিতে ইসাবেলা এবং অঙ্গিরা ক্যাটরিনার পুরানো ছবি লাগানো কাস্টম টি-শার্ট পরে দেখা মিলেছে। সেবাস্টিয়ানের সাথে নিজের একটি ছবি শেয়ার করে ইসাবেলা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘শুভ জন্মদিন, ক্যাটরিনা কাইফ’।
প্রমোদতরীতে ক্যাটরিনার সঙ্গে রোম্যান্সে মজে ভিকি। পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে তাঁরা ধরা দিয়েছেন পরস্পরের বাহুড়োরে। বার্থ ডে গার্ল ক্যাটরিনার পরনে সরু স্ট্র্যাপের হলুদ রঙা পোশাক। ভিকির শার্টের রঙ আকাশি নীল। এলোমেলো ক্যাটরিনার চুল সামলানোর চেষ্টায় ভিকি। যার টুকরো ঝলক এদিন সোশ্যাল মিডিয়ার পাতায় ভাগ করে ভিকি লিখেছেন, ‘তোমার জাদুতে প্রতিদিনই মুগ্ধ হই। শুভ জন্মদিন আমার ভালোবাসা’। সঙ্গে লাল হৃদয়ের ইমোজি।
শনিবার সকালেই ক্যাটরিনার জন্মদিনের সেলিব্রেশনে শহর ছেড়েছিলেন এই তারকা জুটি। গত বছর ক্যাটরিনার জন্মদিন উদ্যাপন করতে মলদ্বীপ গিয়েছিলেন তাঁরা।
For all the latest entertainment News Click Here