মরে গিয়ে ফিরে এল খড়ি? TRP বাড়াতে গাঁটছড়ায় বড় চমক, ভোলবদল শোলাঙ্কির
একসময় টানা টিআরপি তালিকায় টপ করেছিল স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’। ভট্টাচার্য ও সিংহরায় পরিবারের গল্প বিশেষ করে খড়ি ওরফে শোলাঙ্কি রায় ও ঋদ্ধি ওরফে গৌরব চট্টোপাধ্যায়ের মধ্যেকার রসায়ন এই ধারাবাহিকের বড় আকর্ষণ। তবে মাসখানেক ধরেই আর টিআরপি-র দৌড়ে পেরে উঠছে না এই মেগা। বিশেষ করে জি বাংলায় জগদ্ধাত্রী আসার পর থেকেই স্লট হারায়। চলতি সপ্তাহেই যেমন গাঁটছড়ার টিআরপি ৭.১, রয়েছে ৬ নম্বরে।
তবে হারানো জায়গা ফিরে পেতে মরিয়া চ্যানেল। তাই তো দেখানো হয়েছে ইতিমধ্যেই খড়ি আর ঋদ্ধির আলাদা হয়ে যাওয়া। মাথায় মারা হয়েছে ঋদ্ধিমানকে। বাঘে তুলে নিয়ে গিয়েছে খড়িকে। সিংহ রায় পরিবার তো মৃত হিসেবে ধরেও নিয়েছে খড়িকে। তবে এবার আসছে নতুন চমক। ফিরে এসেছে খড়ি!
তবে খড়ি ওরফে শোলাঙ্কির ফিরে আসা নিয়ে কোনও রহস্য নেই। মানে এটাই খড়ি, শুধু সে নতুন সাজ নতুন পরিচয় নিয়েছে। সম্ভবত তাঁর উপর হামলা করা আততায়ীদের খুঁজতে। চ্যানেলের তরফে শেয়ার করা প্রোমোতে দেখা যাচ্ছে ডিএস ডায়মন্ডসের ডিজাইনার হয়ে ফিরেছে সে। নতুন নাম ইশা। আর তাঁর মোটো সিংহরায় জুয়েলার্সকে টেকওভার করা। প্রোজেক্টারে দেখানো ঋদ্ধিমানকে টার্গেট করেই একথা বলছে সে।
প্রোমো আসতেই তা ভাইরাল। একপক্ষ বলছে ‘গাঁজাখুরি’। এই ‘গাঁটছড়া ২.০’ কারওরই নাকি ভালো লাগবে না, ফলে বন্ধ হয়ে যাওয়ার রাস্তা আরও প্রশস্ত হবে। তবে খড়ি-ঋদ্ধি প্রেমীরা খুব খুশি। তাঁদের আশা এবার বাড়বে ধারাবাহিকের টিআরপি। প্রসঙ্গত, গাঁটছড়ায় ঋদ্ধির বন্ধু হয়ে এন্ট্রি নিয়েছে আমার সোনা চাঁদের কণা’র নায়িকা জেসমিন রায়।
For all the latest entertainment News Click Here