মরক্কো যে জিতবে, কল্পনাই করতে পারেননি, দাবি স্পেন অধিনায়কের
বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে স্পেন। নির্ধারিত সময় দুই দলই গোলের মুখ দেখতে না পারায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না হওয়ায় পেনাল্টিতে গড়ায় খেলা। সেখানেই জিতে যায় মরক্কো। বিদায় নেয় স্পেন।
পেনাল্টিতে একটিও গোল করতে পারেনি স্পেন। এই ম্যাচে হারের পর হতাশ অধিনায়ক সার্জিও বুস্কেতস। ম্যাচ হেরে তিনি বলেছেন, ‘এই হার সত্যি বেদনাদায়ক। এমনটা হবে তা কল্পনাও করতে পারিনি। এটা নিষ্ঠুর ছাড়া আর কিছু নয়।’
এখানেই থেমে থাকেননি সার্জিও। তিনি আরও বলেন, ‘একটা সময় ভালো জায়গায় চলে গিয়েছিলাম। ম্যাচের মধ্যে ফিরেও গিয়েছিলাম। কিন্তু কোথাও যেন তাল কাটছিল। কারণ মরক্কো খুব ভালো ফুটবল খেলেছে। আমাদের জায়গা দেয়নি। গোটা ম্যাচে ওরা দাপট দেখিয়েছে। কিন্তু পেনাল্টিতে খেলা একেবারেই অন্য রকম হয়ে যায়। কারণ সেখানে যে দল গোল করবে, তারা জিতবে। ওরা গোলে বল রাখতে পেরেছে, তাই জিতেছে।’
নির্ধারিত সময়ে খেলার ফলাফল না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায়। তাতেও গোল হয়নি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘১২০ মিনিট খেলার পরও যদি কোনও দল গোল করতে না পারে তাহলে সেটা তাদের সমস্যা। আমরা গোল করতে পারিনি। এই হার মেনে নিতে হবে। কোনও অজুহাত দেওয়ার নেই। এই হার মানতে হবেই। ওরা শুট-আউটে সত্যি খুব ভালো ছিল। সেই সঙ্গে আমরা এই বিশ্বকাপ থেকে অনেক কিছু শিখতে পারলাম। আগামীতে কাজে লাগবে। গোটা বিশ্বকাপে চমক রয়েছে। আশা করছি আরও চমক দেখা যাবে।’
চার বছর আগে গ্রুপ পর্যায়ে মরক্কোর মুখোমুখি হয়েছিল স্পেন। সেই ম্যাচে বশ মানাতে পারেনি লা রোখা। ম্যাচ শেষ হয়েছিল ২-২ গোলে। এবারও পারল না। এবারের মতো এখানেই শেষ এনরিকে অ্যান্ড কোংয়ের বিশ্বকাপ সফর।
For all the latest Sports News Click Here