ময়াঙ্কের ব্যাটিং দেখেই ভারতের পিচে স্পিন খেলার ধারণা পান, দাবি ড্যারিল মিচেলের
শুভব্রত মুখার্জি: ওয়াংখেড়েতে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট শেষ হতে বাকি এখনও দু’টো দিন। তবে কোনও অঘটন না ঘটলে ওয়াংখেড়েতে ভারতের টেস্ট জয় শুধুই সময়ের অপেক্ষা। অবশ্য ভারতের সেই অবশ্যম্ভাবী জয়কে যিনি কিছুটা হলেও বিলম্বিত করতে সমর্থ হয়েছিলেন, তিনি নিউজিল্যান্ডের টি-২০ বিশ্বকাপে নয়া আবিষ্কার ড্যারিল মিচেল। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের এই মুহূর্তে স্কোর ৫ উইকেটে ১৪০। যার মধ্যে ৬০ রান এসেছে ড্যারিলের ব্যাট থেকেই ।
দিনের শেষে ৬০ রান করে অক্ষর প্যাটেলের বলে জয়ন্ত যাদবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ড্যারিল। এখন কিউয়িদের হয়ে ক্রিজে রয়েছেন হেনরি নিকোলস এবং রাচিন রবীন্দ্র। ড্যারিল ৯২ বলে ৬০ রানের ইনিংস খেলার পাশাপাশি এ দিন নিকোলসের সঙ্গে জুটিতে ৭৩ রান যোগ করেন।
দিনের শেষে নিজের ইনিংস নিয়ে বলতে গিয়ে ড্যারিল জানান, ‘কী ভাবে স্পিনকে ট্যাকেল করতে হয় এইধরনের পিচে, সেটা আমি ময়াঙ্কের ব্যাটিং দেখে একটা ধারণা পেয়েছিলাম। যে ভাবে ও আমাদের স্পিনারদের উপর চাপ তৈরি করেছিল, তা শিক্ষণীয়। হতাশাজনক যে আমি দিনের শেষে আউট হয়ে গিয়েছি। উইকেটে থেকে আমার ইনিংসটা আরও দীর্ঘায়িত করতে পারলে ভালো হত। তবে পার্টনারশিপ গড়তে পেরে আমি খুশি। ভারতীয় স্পিনাররা ধারাবাহিক ভাবে একটি নির্দিষ্ট জায়গায় আক্রমণ করে বল করে গিয়েছে। আর যদি প্রতি আক্রমণ না করা যায়, তবে উইকেট বাঁচানোটা খুব মুস্কিল।’
For all the latest Sports News Click Here