ময়নাতদন্তে নিশ্চিত ওয়ার্নের স্বাভাবিক মৃত্যুই হয়েছে ভিলার ঘরে
শুভব্রত মুখার্জি: থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে মাত্র ৫২ বছর বয়সে হঠাৎ করেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। থাইল্যান্ড পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছিল স্বাভাবিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শেন ওয়ার্ন। যদিও বিষয়টি একশভাগ নিশ্চিত করতে নিয়ম মেনেই তাদের তরফে দেহের ময়নাতদন্তের কথা জানায়। সেই ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে। রিপোর্টে স্বাভাবিকভাবেই ওয়ার্নের মৃত্যু স্বাভাবিক নিয়মেই হয়েছে বলে জানানো হয়েছে।
ওয়ার্নের পরিবারকেও এই রিপোর্টের কথা জানানো হয়েছে। তাদের তরফে এই রিপোর্টকে মেনে নেওয়া হয়েছে। পরবর্তীতে তার দেহ তুলে দেওয়া হবে অস্ট্রেলিয়ার কাউন্সিলার জেনারেল অফিসিয়ালদের হাতে। যার মাধ্যমে দেহ পৌঁছবে পরিবারের হাতে। পরবর্তীতে তদন্তকারীদের তরফে এই ময়নাতদন্তের রিপোর্টের উপর নির্ভর করে গোটা ঘটনার পূর্নাঙ্গ রিপোর্ট তৈরি করা হবে। কো সামুইয়ের যে ভিলাতে ওয়ার্ন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাইরে সমর্থকদের তরফে আদরের ওয়ার্নের জন্য বিয়ারের ক্যান, সিগারেটের প্যাকেট রাখা হয়েছে তার প্রতি তাদের অপার ভালবাসার জানান দিতে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ওয়ার্নকে দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ হিসেবে উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। ওয়ার্নের বন্ধুরা যারা ওয়ার্নের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন তাদের তরফে জানানো হয়েছে কোন ডাক্তারকে ওয়ার্ন সেই সময় দেখাননি বা কোনও অসুবিধার কথাও বলেননি। সূত্রের খবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে পারে রাষ্ট্রীয় মর্যাদায় ওয়ার্নের শেষকৃত্যের অনুষ্ঠান।
For all the latest Sports News Click Here