‘ময়দান থেকে উদ্ধার অভিনেত্রীর নগ্ন দেহ’, প্রসেনজিতের ‘শেষ পাতা’য় কী লেখা?
বহু বছর আগে খুন হয়েছিলেন সিনেমা ও থিয়েটারের নামজাদা অভিনেত্রী রোশনি। ময়দান থেকে উদ্ধার হয়েছিল তাঁর ‘নগ্ন’ লাশ। তবে সেই মৃত্যু নিয়ে মুখ খোলেনি তাঁর লেখক স্বামী বাল্মীকি। জীবন সায়াহ্নে এসে স্ত্রীর জীবনী লেখার জন্য চুক্তিবদ্ধ তিনি, তবে কিছুতেই হাত চলছে না। বাল্মীকির কথায়, ‘আমি আর রোশনিকে দেখতে পাই না। ওকে নিয়ে এক পাতাও লেখা যাবে না’। অথচ বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে পাবলিশার্স, কারণ তাঁদের টাকা চায় অথবা লেখা চাই। এমনই টুকরো ঝলক উঠে এল অতনু ঘোষের নববর্ষ রিলিজ ‘শেষ পাতা’য়। মঙ্গলবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
ছবিতে ‘বাল্মীকি’র চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যেন চেনা দায়! মুখ ভর্তি সাদা দাড়ি, মাথার কাঁচাপাকা চুলের মধ্যিখান দিয়ে উঁকি দিচ্ছে টাক, চোখে মোটা ফ্রেমের চশমার মধ্যে দিয়েও সুপষ্ট তাঁর উদাসীন চোখ। যেন জীবনে আর কিছুই বাকি নেই! অন্যদিকে বই প্রকাশকের চরিত্রে দেখা মিলল বিক্রম চট্টোপাধ্যায়ের। বাল্মীকি লিখতে পারছেন না, তাই এক মহিলাকে খুঁজে বার করা হয়। লেখক মুখে বলবেন আর সেই মহিলা ডায়েরিতে লিখবেন সবটা। সেই চরিত্রেই রয়েছেন গার্গী রায় চৌধুরী। তবে চুক্তিবদ্ধ গার্গীই ধীরে ধীরে হয়ে উঠবেন বাল্মীকির ‘তৃষ্ণা’, ‘চেতনা’। তারপর? খুন হওয়া অভিনেত্রী-স্ত্রীর জীবনী লিখে উঠতে পারবেন বাল্মীকি? সেই লেখায় কি উঠে আসবে বহু বছর আগের অনেক না-জানা প্রশ্নের জবাব? এই সকল প্রশ্নের উত্তর তো রুপোলি পর্দাতেই মিলবে।
‘ময়ূরাক্ষী’, ‘রবিবার’-এর পর অতনু ঘোষের এই ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায় চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায়ের পাশাপাশি এই ছবিতে উল্লেখযোগ্য চরিত্রে রয়েছেন রায়তী ভট্টাচার্য।
ট্রেলারে প্রসেনজিৎ-গার্গীর রসায়ন যেমন চোখ টানে, তেমনই প্রৌঢ়র ভূমিকায় বুম্বাদার অভিনয় প্রশংসা কুড়োচ্ছে সব মহলে। প্রসেনজিৎ-অতনু জুটি মানেই নতুন কিছু চমক। সম্পর্কের সূক্ষ্মতা যেভাবে পরিচালক পর্দায় তুলে ধরেন তা বরাবরই প্রশংসিত। এই ছবিও বলবে জটিল মনস্তত্ত্বের গল্প। জীবনে ঋণ ঠিক কত রকমের হয়? শুধু কি আর্থিক ঋণের বোঝাটুকুই থাকে মানুষের, নাকি জীবনপথে চলতে চলতে এর বাইরেও অন্য কোনও ঋণের বাঁধনে জড়িয়ে পড়ি আমরা! যে ঋণের বোঝা আর্থিক ঋণের চেয়ে বেশি ভারি, যে ঋণ একান্ত মানসিক, যে ঋণ শুধু গ্রহীতাকে নয়, দাতাকেও প্রভাবিত করে সামনভাবে-এইসবই উঠে আসবে ‘শেষ পাতা’য়। এই ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান। ক্যামেরার দায়িত্বভার সামলেছেন সৌমিক হালদার। আগামী ১৪ই এপ্রিল মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here