মন মাঝি রে… রাজের জন্মদিনে গান ধরলেন শুভশ্রী, দেখুন পার্টির অন্দরের সব ভিডিয়ো
হালিশহরের ছেলের টলিউডের স্বপ্ন উড়ান হার মানায় কোনও ফিল্মের চিত্রনাট্যকেও। টলিগঞ্জের প্রথম সারির পরিচালকের মধ্যে অন্যতম তিনি, কথা হচ্ছে রাজ চক্রবর্তীর। সোমবার এই পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজের জন্মদিন। শত ব্যস্ততার মধ্যেই জন্মদিনের আগের রাতটা পরিবার ও বন্ধুদের সঙ্গেই কাটালেন রাজ চক্রবর্তী। মধ্যরাতে কেক কেটে চলল সেলিব্রেশন।
সল্টলেকের এক অভিজাত রেস্তোরাঁয় বসেছিল রাজের জন্মদিনের পার্টি। সেখানে একের পর এক সারপ্রাইজ থাকল বন্ধুদের তরফে। তবে রাজকে এদিন সবচেয়ে স্পেশ্যাল উপহার দিলেন তাঁর ‘পরিণীতা’ শুভশ্রী। বরের জন্য রেস্তোরাঁতে মাইক হাতে লাইভ গান গাইলেন অভিনেত্রী, আর গিটার হাতে সঙ্গে দিলেন শুভশ্রীর পাতানো দাদা জিত্ গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর গাওয়া ‘মন মাঝি রে’ শুনে মন্ত্রমুগ্ধ সকলে।
এদিন বার্থ ডে বয়ের দেখা মিলল কালো রঙা শার্ট এবং ব্লু ডেনিমে। শুভশ্রীর দেখা মিলল লাল শর্ট ড্রেসে। বন্ধুদের সঙ্গে হুল্লোড় করেই ৪৭তম জন্মদিনটা সেলিব্রেট করলেন রাজ চক্রবর্তী। কেক কাটার পর্ব মিটতেই শ্যাম্পেনের ফোয়ারা ছুটল।
এদিন রাজের উদ্দেশে শুভশ্রীর বার্তা, ‘আজ আমার ভ্যালেন্টাইন্স ডে। কারণ আজ আমার ভালোবাসার জন্মদিন। তোমাকে আজকের দিনের অনেক শুভেচ্ছা জানাই প্রিয়। তুমি আমার জীবনের সেরা প্রাপ্তি। ভালো থেকো। প্রার্থনা করি ভগবান তোমাকে সবকিছু দিক, যা তোমার চাওয়া, সবটা’।
For all the latest entertainment News Click Here