মন ফাগুন কো-স্টার শনের সঙ্গে বাড়ছে ঘনিষ্ঠতা! ব্রেকআপ হয়ে গেল রোহন-সৃজলার?
গ্ল্যামার ওয়ার্ল্ডে সম্পর্কের ভাঙা-গড়া নতুন কোনও ঘটনা নয়। টলিগঞ্জে যেন বিচ্ছেদের মরসুম চলছে! ফের ব্রেকআপের গন্ধ টেলিপাড়ার অন্দরে। কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন। তবে শুধু বিচ্ছেদ নয় এখানে নতুন প্রেমের ফাগুনও আছে! হ্যাঁ, শন-সৃজলার মনে নাকি এখন ‘ফাগুন’। নায়িকার জীবনে রোহন ভট্টাচার্য এখন ‘অতীত’। ‘মন ফাগুন’-এ রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে করতে নাকি পর্দার পিহু বাস্তবে ‘ঋষিরাজ’ শনের প্রেমে পড়েছে। তাই বছর পাঁচেক পুরোনো সম্পর্কে এখন ফাটল। সম্প্রতি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে সৃজলা-শনের উষ্ণ রসায়ন সবার নজর কেড়েছে।আজকাল পর্দাতেও যেন শন-সৃজলার রসায়ন একটু বেশিই টানটান। তাহলে প্রশ্ন ব্রেকআপ কি হয়ে গেল রোহন-সৃজলার?
এই প্রশ্নের জবাব দিলেন খোদ রোহন। তাঁর কথায়, ‘হ্যাঁ, এই ব্রেকআপের ব্যাপারটা আমিও শুনেছি। আসলে ইন্ডাস্ট্রিতে যা রটে তা কানে তো আসবেই। তবে না, আমাদের বিচ্ছেদ হয়নি। আমরা একসঙ্গেই আছি’। শনের সঙ্গে সৃজলার প্রেমের চর্চায় রোহন কতটা বিচলিত? ‘অপরাজিতা অপু’র নায়ক বললেন, ‘আমি এক্কেবারেই ইনসিকিউর নই। নিজেকে নিয়ে ব্যস্ত আছি’। তাঁদের ‘কপল-টকে’ গসিপের জায়গা নেই। তবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে টিপ টিপ বরসা পানিতে শন-সৃজলার নাচ দেখেছেন রোহন? অকপটে অভিনেতা বললেন, ‘দেখেছি। অন্যদের মতো আমিও হাসতে হাসতে বলেছি সৃজলাকে, ব্যাপারটা কী? ওর মতে, যে কোনও অভিনেতার সঙ্গে মন দিয়ে কাজ করলেই এই বাড়তি রসায়ন তৈরি হতে বাধ্য।’ আর সেই বাড়তি রসায়ন এক্কেবারে ভাবাচ্ছে না রোহনকে। কিন্তু ওই যে কথায় আছে, ‘যা রটে তার কিছু তো বটে!’
‘অপরাজিতা অপু’ শেষ হওয়ার পর আপতত দিন কয়েক নিজেকে ঘষেমেজে নিচ্ছেন রোহন। ছোটপর্দা থেকে দিন কয়েকের ব্রেক নিয়েছেন, চলছে ওয়েব সিরিজের প্রস্তুতি। তাই শরীরচর্চায় ব্যস্ত রোহন। প্রায় ছ’ বছরের সম্পর্ক রোহন-সৃজলার। তাঁদের সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে নিয়ে গসিপ নতুন নয়। অভিনেতা নিজেই বললেন, ‘পাঁচ বছর আগে ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’-র নায়ক-নায়িকা আমি আর স্বস্তিকা দত্ত। তখনও প্রচণ্ড গুঞ্জন ছড়িয়েছিল। না বুঝে অশান্তি করেছিল সৃজলা। আজ ও বুঝতে পারছে।’
মঙ্গলবার, ২৬শে এপ্রিল ছিল শনের জন্মদিন। বার্থ ডে বয় এখন গোয়ায় ছুটি কাটাতে ব্যস্ত। ২৫শে এপ্রিল রাত পর্যন্ত ‘মন ফাগুন’-এর শ্যুটিং করেছেন নায়িকা। পরদিন তাঁর ছুটি ছিল। সৃজলা কি গোয়ায় গিয়েছিলেন শনের জন্মদিন সেলিব্রেট করতে? এই প্রশ্নের উত্তর জানেন না ‘মন ফাগুন’ প্রযোজক। স্নিগ্ধা বসু এক অনলাইন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে মোটেই আগ্রহী নন তিনি। সঙ্গে তাঁর বাড়তি সংযোজন, ‘ছেলেমেয়েরা মা-বাবাকে জানিয়েই প্রেম করে না! তিনি তো প্রযোজক মাত্র। আর শন-সৃজলা প্রাপ্তবয়স্ক।’
সোহিনী-রণজয়ের বিচ্ছেদের রেশ এখনও টাটকা, এর মাঝেই রোহন-সৃজলার ব্রেকআপের চর্চায় মাথাচাড়া দিল টেলিপাড়ায়। রোহন ভক্তদের আশা, ‘এই গুঞ্জন নেহাতই রটনা’। তবে সত্যি কি তাই? সময়ই এর উত্তর দেবে।
For all the latest entertainment News Click Here