মন খারাপ তবুও গর্বিত ছেলেদের লড়াইয়ে, ম্যাচ শেষে জানালেন আইরিশ অধিনায়ক
আয়ারল্যান্ড বনাম ভারতের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি রুদ্ধশ্বাস পর্যায়ে পৌঁছে ছিল। এদিন একটি রোমাঞ্চকর ম্যাচ উপহার পেয়েছে বিশ্ব ক্রিকেট। ডাবলিনে সিরিজের শেষ ম্যাচে ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সঞ্জু স্যামসন ও দীপক হুডা বিস্ফোরক ব্যাটিং-এর দৌলতে ভারত স্কোর বোর্ডে তোলে ২২৫ রান। এরফলে অর্থে আয়ারল্যান্ডের সামনে ২২৬ রানের লক্ষ্য দাঁড়ায়। যা তাড়া করতে নেমে আইরিশরা তোলে মাত্র ২২১ রান। মাত্র চার রানের জন্য ম্যাচ হারে আয়ারল্যান্ড। এদিন ম্যাচ হারলেও ভক্তদের মন জিতেছে আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। তাদের লড়াকু মেজাজ মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে।
এদিনের ম্যাচের পরে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি তার দলের পারফরম্যান্স নিয়ে বক্তব্য রেখেছেন। অ্যান্ডি বালবির্নি বলেছেন, ‘আমরা সবাই খুব হতাশ। তবে ব্যাট হাতে আমরা খুব ভালো করেছি। এটি আমাদের জন্য একটি তিক্ত পানীয়, আমরা পাওয়ারপ্লে ব্যবহার করতে চেয়েছিলাম এবং স্টার্লিং টোন সেট করেছে, আমি একটু সময় নিয়েছি।’
আরও পড়ুন… IRE vs IND: ‘আপনারও শতরান পাওয়া উচিত ছিল,’ সঞ্জুর ইনিংসে প্রতিক্রিয়া জাদেজার
অ্যান্ডি বালবির্নি আরও বলেন, ‘গত কয়েক বছর ধরে আমাদের টি-টোয়েন্টি ক্রিকেট উত্থান-পতন হয়েছে। এই ধরণের খেলায় আমরা ব্যাট দিয়ে যা করতে চাই তার কাছাকাছি পৌঁছেছি। আমরা শুধু এই গ্রীষ্মে এটি করতে চাই যাতে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে পৌঁছানোর পর আমাদের পরিকল্পনা পরিষ্কার হয়।’
আরও পড়ুন… IRE vs IND: ‘আপনারও শতরান পাওয়া উচিত ছিল,’ সঞ্জুর ইনিংসে প্রতিক্রিয়া জাদেজার
সাজঘরের পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলে আইরিশ অধিনায়ক জানান, ‘এই মুহূর্তে এটি হতাশাজনক, তবে আমরা খুব ভালো স্কোর করেছি। অন্য দিনে, এটি একটি জয়ী স্কোর। আমরা পরের ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সঙ্গে খেলব, তাই আমরা এটিকে প্যানে ফ্ল্যাশ হতে দিতে পারি না। একই মানসিকতা রাখতে হবে।’
For all the latest Sports News Click Here